অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে ঈদের ছুটির পর নতুন সময়সূচিতে খুলেছে অফিস


সীমিত কর্মীর উপস্থিতিতে কার্যক্রম শুরু করেছে সরকারি, বেসরকারি অফিস, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান।
সীমিত কর্মীর উপস্থিতিতে কার্যক্রম শুরু করেছে সরকারি, বেসরকারি অফিস, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান।

বাংলাদেশে ঈদুল আজহার ছুটির পর বুধবার (১৯ জুন) সীমিত কর্মীর উপস্থিতিতে কার্যক্রম শুরু করেছে সরকারি, বেসরকারি অফিস, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান।

এদিন কর্মস্থলে ফেরা কর্মকর্তা-কর্মচারীদের একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত দেখা গেছে। তবে এখনো সবাই ঢাকায় না ফেরায় রাজধানী ঢাকায় এখনো ঈদের আমেজ বিরাজ করছে।

স্বাভাবিক দিনের তুলনায় বুধবার রাস্তায় লোকজনের উপস্থিতি অনেক কম। ফলে গণপরিবহনও চলছে অনেক বেশি বিরতি নিয়ে। এ ছাড়া, রাজধানীর দোকানপাটের বেশির ভাগই এখনো বন্ধ।

১৭ জুন (সোমবার) ঈদুল আজহা উদযাপন করেছেন বাংলাদেশের মুসলমানরা। ঈদ উপলক্ষে ১৬ থেকে ১৮ জুন পর্যন্ত ছুটি থাকলেও শুক্র-শনিবার থাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য দুদিন আগে থেকেই শুরু হয়ে যায় ঈদ উৎসব।

ঈদের ছুটির পর প্রথম অফিস খুলেছে বুধবার (১৯ জুন)। এদিন সরকারি নির্ধারিত নতুন সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে অফিস শুরু হয়েছে, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত।

এর আগেো ৪ জুন অফিসের এ নতুন সময়সূচি নির্ধারণ হয়।

উল্লেখ্য, ২০২২ সালের ১৫ নভেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিসের সময় নির্ধারণ করা হয়। ১ বছর ৭ মাস ৩ দিন পর ওই সময়সূচি পরিবর্তন করে আবার ৯টা-৫টার অফিস সূচিতে ফিরেছে বাংলাদেশ।

XS
SM
MD
LG