অ্যাকসেসিবিলিটি লিংক

রাঙ্গামাটির বাঘাইছড়িতে ইউপিডিএফের দুই গ্রপের গোলাগুলি, পরিবহন শ্রমিক নিহত


রাঙ্গামাটিতে পাহাড়ের বিবদমান দুই গ্রুপের গোলাগুলিতে এক পরিবহন শ্রমিক নিহত হয়েছেন। প্রতীকী ছবি।
রাঙ্গামাটিতে পাহাড়ের বিবদমান দুই গ্রুপের গোলাগুলিতে এক পরিবহন শ্রমিক নিহত হয়েছেন। প্রতীকী ছবি।

বাংলাদেশের পার্বত্য জেলা রাঙ্গামাটিতে পাহাড়ের বিবদমান দুই গ্রুপের গোলাগুলিতে এক পরিবহন শ্রমিক নিহত হয়েছেন। গোলাগুলির সময়, উভয় পক্ষ অন্তত ছয়শ’ রাউন্ড গুলিবিনিময় করেছে বলে জানিয়েছে স্থানীয় সূত্রগুলো। রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট বাজারে এ ঘটনা ঘটে। পাশের, দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (১৮ জুন) দুপুরে এলাকায় আধিপত্য বিস্তারের লক্ষ্যে, ইউপিডিএফ (প্রসিত খীসা) গ্রুপের সঙ্গে ইউপিডিএফ (গণতান্ত্রিক) গ্রুপের গোলাগুলি হয়। এ সময় এই পরিবহন শ্রমিক নাইম গুলিবিদ্ধ হন। তাকে মুমুর্ষূ অবস্থায় খাগড়াছড়ির দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে, চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত নাইম খাগড়াছড়ি-নাজিরহাট বাস-মিনিবাস সমিতির সুপারভাইজার। তার বাড়ি খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলা দূর্গাছড়িতে।

গোলাগুলির সময় উভয় পক্ষ অন্তত ছয়শ’ রাউন্ড গুলিবিনিময় করে বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় পরিবহন শ্রমিক নাইম ছাড়াও, বেশ কয়েকজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জয় চৌধুরী জানান, নাইমের বুকের ডান পাশে গুলি লেগেছে।

এ বিষয়ে খাগড়াছড়ি জেলার দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলিবিদ্ধ মো. নাইমকে দীঘিনালা হাসপাতালে ভর্তি করা হলে কর্তৃব্যরত চিকিৎসক বিকাল সাড়ে ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেছেন।

XS
SM
MD
LG