বাংলাদেশে ঈদুল আজহার ছুটি শুরুর আগে শেষ কর্মদিবস নগদ টাকা উত্তোলনের জন্য ব্যাংক কাউন্টারে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছিলেন গ্রাহকেরা।
বৃহস্পতিবার (১৩ জুন) রাজধানীর ব্যাংকগুলোতে এই চিত্র দেখা গেছে।
ব্যাংক কর্মকর্তারা জানান, নিয়মিত কর্মদিবসের তুলনায় বৃহস্পতিবার লেনদেন ৩০ শতাংশ বেড়েছে।
সোমবার (১৭ জুন) বাংলাদেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে।
সোনালী ব্যাংকের মতিঝিল শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা হাসানুর রহমান বলেন, মূলত টাকা উত্তোলনের জন্য ব্যাংকগুলোতে গ্রাহকের ঢল নেমেছিল।
নগদ টাকা তোলার চাপে সেবা দিতে কর্মকর্তারা হিমশিম খাওয়ায় বিভিন্ন ব্যাংকের শাখায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে গ্রাহকদের।
রাজধানীর মতিঝিল, দিলকুশা, পল্টন, মগবাজার, ফার্মগেট, গুলশাসহ বিভিন্ন এলাকায় ব্যাংকগুলোতে গ্রাহকদের ভিড় প্রত্যক্ষ করেছেন ইউএনবির প্রতিবেদক।
সকাল থেকেই ব্যাংকের শাখাগুলোর ক্যাশ ও ডিপোজিট কাউন্টারের সামনে গ্রাহকদের দীর্ঘ লাইন দেখা গেছে।
নতুন টাকা গ্রহণের পাশাপাশি বিভিন্ন চালান, জমা ও বিভিন্ন সার্ভিস বিল জমা দেওয়ার লাইনও লক্ষ্য করা গেছে।
এদিকে বাড়তি গ্রাহকের চাপে বাড়তি চাহিদা সামাল দিতে হয়েছে ব্যাংকগুলোর ক্যাশ কাউন্টার কর্মকর্তাদের।
ইসলামী ব্যাংকের মতিঝিল শাখার ব্যবস্থাপক কাজী জাহাঙ্গীর আলম বলেন, ঈদের আগে শেষ কর্মদিবসে সব সময়ই ভিড় লেগেই থাকে।
মানুষ গ্রামে গিয়ে ঈদ উদযাপন করবে, কোরবানির পশু কিনবে, তাই টাকা তুলে নিচ্ছে। আবার কলকারখানা ও শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের জন্য নগদ অর্থ উত্তোলন করছে ওইসব প্রতিষ্ঠান।
বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা ইউএনবিকে বলেন, “ঈদের আগে শেষ কর্মদিবসে নগদ উত্তোলনের চাপ সামাল দিতে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ব্যাংককে নগদ তারল্য সহায়তা দিয়েছে।”