বাংলাদেশে আবার জ্বালানি তেলের দাম বড়েছে। জুন মাসের জন্য ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের খুচরা মূল্য আবারও বাড়িয়েছে দেশটির সরকার।
বৃহস্পতিবার(৩০ মে) প্রকাশিত এক বিজ্ঞপ্তি অনুসারে, ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ১০৭ টাকা থেকে বাড়িয়ে ১০৭ দশমিক ৭৫ টাকা করা হয়েছে। প্রতি লিটার পেট্রোলের দাম ১২৪ দশমিক ৫০ টাকা থেকে বেড়ে ১২৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
একই ভাবে, প্রতি লিটার অকটেনের দাম ১২৮ দশমিক ৫০ টাকা থেকে বাড়িয়ে ১৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। ১ জুন থেকে নতুন দাম কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এর আগে, মে মাসে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছিলো। বৃহস্পতিবার সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানায়, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলেও, ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে স্থানীয়ভাবে জ্বালানি তেলের দাম বেড়েছে।
বাংলাদেশ জ্বালানির জন্য প্রথম স্বয়ংক্রিয় মূল্য ৭ মার্চ থেকে কার্যকর হয়। ১ মার্চ সরকার দেশব্যাপী জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের জন্য বিজ্ঞপ্তির মাধ্যমে জ্বালানি মূল্য নির্দেশিকা জারি করে।
এই নির্দেশিকা অনুসারে, আন্তর্জাতিক দামের সঙ্গে সামঞ্জস্য রেখে স্থানীয় দাম ওঠানামা করবে এবং এই দাম সরকার এক মাস মেয়াদ অনুসারে ঘোষণা করবে।