অ্যাকসেসিবিলিটি লিংক

প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর: দেশে-বিদেশে কর্মীদের সুরক্ষিত রাখতে কাজ করছে সরকার


পার্লামেন্টারিয়ান ককাস অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টের প্রতিনিধিদের সঙ্গে সভায় প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। ২৩ মে, ২০২৪।
পার্লামেন্টারিয়ান ককাস অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টের প্রতিনিধিদের সঙ্গে সভায় প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। ২৩ মে, ২০২৪।

প্রবাসী কর্মীদের এবং প্রত্যাবাসনের পর দেশে সুরক্ষিত জীবন মান নিশ্চিতে সরকার বিভিন্ন ধরনের কর্মসূচি বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

বৃহস্পতিবার (২৩ মে) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পার্লামেন্টারিয়ান ককাস অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টের প্রতিনিধিদের সঙ্গে সভায় এ কথা বলেন তিনি।

শফিকুর রহমান আরও বলেন, “আমরা দক্ষ কর্মী বিদেশে পাঠানোর পাশাপাশি প্রত্যাগত অভিবাসী কর্মীদের বিশেষায়িত নতুন জ্ঞান, দক্ষতা, নেটওয়ার্ক, সক্ষমতা ও অর্থনৈতিক পুঁজি দেশের সামগ্রিক সামাজিক ও অর্থনৈতিক কার্যক্রমে বিস্তৃতভাবে যুক্তকরণের লক্ষ্যে একটি উপযুক্ত পরিবেশ তৈরিতে কাজ করছি।”

দক্ষ জনবল পাঠানোর মাধ্যমে রেমিট্যান্স প্রবাহ বাড়ানো হবে জানিয়ে শফিকুর রহমান বলেন, এ জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে আধুনিক আধুনিক ও যুগোপযোগী যন্ত্রপাতি স্থাপনের ব্যবস্থা করা হচ্ছে।

শফিকুর রহমান বলেন, “পার্লামেন্টারিয়ান ককাসের সব পরামর্শ আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে কাজ করছি। সরকার ও পার্লামেন্টের ককাস একসঙ্গে প্রবাসী কর্মীদের উন্নয়ন ও তাদের সুরক্ষিত জীবনমান নিশ্চিতে সবসময় কাজ করবে।”

সভায় আরও ছিলেন- পার্লামেন্টারিয়ান ককাস অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টের চেয়ারপারসন সংসদ সদস্য তানভীর শাকিল জয়, সংসদ সদস্য আরমা দত্ত, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিন, পার্লামেন্টারিয়ান ককাস অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টের এবং আইএলওর প্রতিনিধিরা।

XS
SM
MD
LG