বাংলাদেশের বিভিন্ন জেলায় আবার তাপপ্রবহা শুরু হয়েছে। ছিটেফোঁটা বৃষ্টির পরও রাজধানী ঢাকায় বেড়েছে গরমের অনুভূতি। আবহাওয়া দফতর জানিয়েছে, ৭ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। এই পরিস্থিতি আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে; বলেছে আবহাওয়া বিভাগ।
মঙ্গলবার (১৪ মে) নিয়মিত বুলেটিনে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বাংলাদেশের টাঙ্গাইল, রাজশাহী, পাবনা, যশোর, নীলফামারী, রাঙ্গামাটি ও ফেনীর উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
বুলেটিনে আরো বলা হয়; অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সিনপটিক অবস্থা সম্পর্কে বলেছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
সোমবার(১৩ মে) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় পাবনার ঈশ্বরদীতে,৩৭ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
বিভিন্ন আবহাওয়া ওয়েবসাইট বলছে, মঙ্গলবার রাজধানী ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৫ ডিগ্রি সেলসিয়াস। তবে অনুভূত হয়েছে ৩৮ ডিগ্রির উপরে। এই পরিস্থিতি আরো কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া ওয়েবসাইটগুলো।
মঙ্গলবার সকাল ৯টার বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত ২০ মিলিলিটার রেকর্ড করা হয় পটুয়াখালীতে।
এপ্রিলের তাপপ্রবাহ
ঋতুর বিচারে বাংলাদেশের উষ্ণতম মাস এপ্রিল। এ বছর দীর্ঘ তাপপ্রবাহের মধ্য দিয়ে কেটেছে এপ্রিল মাস। ২০১৯ সালে একটানা ২৩ দিন তাপপ্রবাহ হয়েছিলো। চলতি বছর এপ্রিলের শুরু থেকে তাপপ্রবাহ দেখা দেয়। তীব্র ও অতি তীব্র তাপপ্রবাহের কারণে ২৮ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করা হয় শিক্ষা প্রতিষ্ঠানে।
আবহাওয়া বিভাগের রেকর্ড অনুযায়ী, ১৯ এপ্রিল বিকেলে চুয়াডাঙ্গায় চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ২০ এপ্রিল এই জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ দশমিক ৬ ডিগ্রি।
আবহাওয়া অফিস বলেছে, রেকর্ড অনুযায়ী, ১৯৪৮ সাল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত, এ বছরের এপ্রিল ছিলো দীর্ঘতম তাপপ্রবাহের মাস। এই বছর তিন দফায় তাপপ্রবাহ সতর্কতা জারি করা হয়েছে বলে জানায় দফতরটি।
গত ১৯ এপ্রিল বাংলাদেশের আবহাওয়া বিভাগ বলেছিলো, “দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চুয়াডাঙ্গা ও যশোরে অতি তীব্র তাপপ্রবাহ (ভেরি সিভিয়ার হিটওয়েভ) চলছে। খুলনা বিভাগের জেলা এবং টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা, দিনাজপুর ও নীলফামারী জেলায় তীব্র তাপপ্রবাহ (সিভিয়ার হিটওয়েভ) চলছে।”
এছাড়া, বরিশাল বিভাগের জেলা এবং ঢাকা, মাদারীপুর, কিশোরগঞ্জ, নরসিংদী, বগুড়া, নওগাঁ, সিরাজগঞ্জ, রংপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, ফেনী ও বান্দরবান জেলায় মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ চলছে বলে জানিয়েছিলো আবহাওয়া বিভাগ।