অ্যাকসেসিবিলিটি লিংক

সংবাদ মাধ্যমের স্বাধীনতা ও বিশ্বব্যাপী পরিবেশ সংকট : একটি পর্যালোচনা


৩রা মে বিশ্বব্যাপী সংবাদমাধ্যমের স্বাধীনতা দিবস। এবার এই দিন পালনের মূল বিষয় হচ্ছে পরিবেশ ও জৈব-বৈচিত্রের সংকট । এই বিষয়টি জনসম্মুখে তুলে ধরার ক্ষেত্রে বিভিন্ন দেশে সংবাদ মাধ্যমগুলি যে চ্যালেঞ্জের সম্মুখীন হয় সে সম্পর্কে সর্বসাধারণের মনে সচেতনতা সৃষ্টির জন্যই এই দিনের থিম হিসেবে এই বিষয়টিকে বেছে নেয়া হয়েছে। যদিও বাহ্যত মনে হতে পারে যে সংবাদমাধ্যমের স্বাধীনতার সঙ্গে পরিবেশ বা জলবায়ু দূষণের কোন সম্পর্ক নেই কিন্তু আমাদের আজকের অতিথী সেই সম্পর্কের দিকগুলো তুলে ধরেছেন। আজ আমাদের অতিথি হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. কাবেরী গায়েন। আর তাঁর সঙ্গে স্কাইপে কথা বলেছেন ভয়েস অফ আমেরিকার আনিস আহমেদ।

XS
SM
MD
LG