অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর আগুন নিয়ন্ত্রণে আনলো ইউক্রেনের দমকল কর্মীরা


ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরিকালীন পরিষেবা বিভাগ জানিয়েছে, ১ মে, বুধবার ইউক্রেনের ওডেসা শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। এই ঘটনায় ১৪ জন আহত হয়েছে।

ইউক্রেনের একটি বড় ডাক ও ক্যুরিয়ার সংস্থা নোভা পোশতা বুধবার এক ফেসবুক পোস্টে বলেছে, তাদের একটি মালপত্র বাছাইয়ে ডিপোতেও আঘাত হানা হয়েছিল, তবে তাদের কোনও কর্মচারী আহত হননি বলে তারা দাবি করেছে।

ওডেসা বারবার রাশিয়ার শক্তিশালী ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হয়েছে। গত দুই দিনে এই শহরে রুশ ক্ষেপণাস্ত্রে ৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। (এপি)

XS
SM
MD
LG