অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন জেরুজালেমে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে সাক্ষাৎ করেছেন


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বুধবার (১ মে) জেরুজালেমে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে সাক্ষাৎ করেছেন।

ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন করতে চাপ দেয়ার জন্য ব্লিংকেন ইসরায়েল সফর করছেন এবং বলেছেন, জিম্মিরা মুক্তি পাবে এবং গাজায় চলমান প্রায় সাত মাসের যুদ্ধে বিরতি দেয়া হবে এমন একটি চুক্তির জন্য “এখনই সময়”।

তিনি বলেন, চুক্তি সম্পন্ন হতে ব্যর্থতার জন্য হামাস দায়ী থাকবে। (এপি)

যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।

XS
SM
MD
LG