সেরা পার্শ্ব অভিনেতা অস্কারঃ রবার্ট ডাওনি জুনিয়র
সেরা পার্শ্ব অভিনেতা অস্কার পেয়েছেনঃ
রবার্ট ডাওনি জুনিয়র, ফিল্মঃ ওপেনহাইমার
আসছে ... সেরা পার্শ্ব অভিনেতা অস্কার
মনোনীত হয়েছেনঃ
স্টারলিং কে ব্রাউন; ফিল্মঃ আমেরিকান ফিকশন।
রবার্ট ডি নিরো; ফিল্মঃ কিলারস অফ দ্য ফ্লাওয়ার মুন।
রবার্ট ডাওনি জুনিয়র, ফিল্মঃ ওপেনহাইমার।
রায়ান গসলিং; ফিল্মঃ বার্বি।
মার্ক রাফালো; ফিল্মঃ পুওর থিংগস।
আন্তর্জাতিক ফিচার ফিল্মঃ দ্য জোন অফ ইন্টারেস্ট
আন্তর্জাতিক ফিচার ফিল্ম এর জন্য অস্কার পেয়েছেঃ
দ্য জোন অফ ইন্টারেস্ট, ব্রিটিশ ফিল্ম।
আপনি জানেন কি ...
প্রথম কৃশাঙ্গ অস্কার জয়ী কে?
হ্যাটি ম্যাকড্যানিয়েল-এর নাম আজ অনেকের মনে নেই। কিন্তু মিস ম্যাকড্যানিয়েল ‘সেরা সহকারী অভিনেত্রী’ ক্যাটেগরিতে অস্কার পেয়েছিলেন ১৯৪০ সালে, ‘গন উইথ দ্য উইন্ড’ ফিল্মে ম্যামি চরিত্রে অভিনয়ের জন্য। মিস ম্যাকড্যানিয়েল ছিলেন প্রথম কৃষ্ণাঙ্গ যিনি অস্কার পুরষ্কার লাভ করেন।
কিন্তু দীর্ঘ ২৫ বছর আর কোন কৃষ্ণাঙ্গ অভিনেতা বা অভিনেত্রী অস্কার পান নি। সাফল্য আসে ১৯৬৪ সালে, যখন সিডনি পইটিয়ের ‘লিলিস অফ দ্য ফিল্ড’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেতা ক্যাটেগরিতে অস্কার লাভ করেন। সেরা অভিনেত্রী ক্যাটেগরিতে প্রথম কৃষ্ণাঙ্গ নারী অস্কার পান ২০০১ সালে, যখন হ্যালে বেরি ‘মনসটার’স বল’ ফিল্মে অভিনয়ের জন্য পুরস্কৃত হন। একই বছর, ডেনযেল ওয়াশিংটন ‘ট্রেইনিং ডে’ ফিল্মে অভিনয়ের জন্য সেরা অভিনেতা অস্কার পান।
এর পরে সেরা অভিনেতা ক্যাটেগরিতে আরও তিনজন কৃষ্ণাঙ্গ অস্কার পেয়েছেন। সেরা সহকারী অভিনেতা ক্যাটেগোরিতে কৃষ্ণাঙ্গ অভিনেতারা ৭ বার পুরস্কৃত হয়েছেন। হ্যাটি ম্যাকড্যানিয়েল-এর পর ৫০ বছর কোন কৃষ্ণাঙ্গ নারী ‘সেরা সহকারী অভিনেত্রী’ ক্যাটেগরিতে অস্কার পান নি। তবে ১৯৯০ সালের পর ৭জন সেই অস্কার পেয়েছেন।