অ্যাকসেসিবিলিটি লিংক

অস্কার ২০২৪ঃ ওপেনহাইমারের জয়জয়কার - সেরা ফিল্ম, পরিচালক, অভিনেতা, পার্শ্ব অভিনেতা সহ সাতটি পুরষ্কার।

সিনেমা জগতের সব চেয়ে বড় অনুষ্ঠান, অস্কারস-এর ৯৬তম পর্বে অংশ নিতে হলিউডের তারকারা প্রশান্ত মহাসাগরের উপকূলে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের লস আঞ্জেলেসে সমবেত হয়েছেন। ডলবি থিয়েটারে এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান উপস্থাপনা করছেন কৌতুকাভিনেতা জিমি কিমেল।

০৫:৫৬ ১১.৩.২০২৪

মায়াযাকির ঐতিহাসিক অস্কার

হায়াও মিয়াযাকি।
হায়াও মিয়াযাকি।

কিংবদন্তী জাপানি অ্যানিমে গুরু, হায়াও মিয়াযাকি ৮৩ বছর বয়সে অস্কার জয় করেছেন। তাঁর 'দ্য বয় অ্যান্ড দ্য হেরন' সেরা অ্যানিমেটেড ফিচার ক্যাটেগরিতে অস্কার লাভ করেন।

০৫:৫৫ ১১.৩.২০২৪

সেরা অ্যাডাপ্টেড স্ক্রিনপ্লেঃ কর্ড জেফারসন

কর্ড জেফারসন।
কর্ড জেফারসন।

সেরা অ্যাডাপ্টেড স্ক্রিনপ্লে-র জন্য অস্কার পেয়েছেনঃ

কর্ড জেফারসন, তাঁর আমেরিকান ফিকশন ফিল্মের জন্য।

০৫:৫১ ১১.৩.২০২৪

সেরা অরিজিনাল স্ক্রিনপ্লেঃ জুস্তিন ত্রিয়ে এবং আরথার হারারি

French director and screenwriter Justine Triet (R) and French director and screenwriter Arthur Harari accept the award for Best Original Screenplay for "Anatomy of a Fall" onstage during the 96th Annual Academy Awards at the Dolby Theatre in Hollywood, Ca
জুস্তিন ত্রিয়ে এবং আরথার হারারি।

সেরা অরিজিনাল স্ক্রিনপ্লে-এর জন্য অস্কার পেয়েছেনঃ

জুস্তিন ত্রিয়ে এবং আরথার হারারি, তাঁদের অ্যানাটমি অফ এ ফল ফিল্মের জন্য।

০৫:৩৮ ১১.৩.২০২৪

অ্যানিমেটেড শর্ট ফিল্মঃ

অ্যানিমেটেড শর্ট ফিল্ম এর জন্য অস্কার পেয়েছেঃ

ওয়ার ইস ওভার, ইন্সপায়ারড বাই জন অ্যান্ড ইয়ওকো

আরও লোড করুন

XS
SM
MD
LG