০৫:২৭
১১.৩.২০২৪
সেরা পার্শ্ব অভিনেত্রীঃ ডা’ভিন জয় র্যানডলফ
সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কার পেয়েছেন
ডা’ভিন জয় র্যানডলফ
ফিল্মঃ দ্য হোল্ডওভারস
০৫:১১
১১.৩.২০২৪
লাল গালিচায় সাদা কালো
০৫:০৫
১১.৩.২০২৪
রেড কারপেটে তারকাদের ফ্যাশন প্যারেড
একের পর এক তারকা রেড কারপেটের উপর দিয়ে হেঁটে অনুষ্ঠানে আসছেন। সবার দৃষ্টি কোন তারকা কী ধরনের পোশাক পরে এসেছেন, কোন ডিজাইনারের পোশাক সব চেয়ে বেশি ব্যতিক্রমি আর বৈচিত্র্যময়।
০৫:০১
১১.৩.২০২৪
গাজা যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদে শহরে ট্রাফিক জ্যাম
বার্তা সংস্থা এপি এবং দ্য হলিউড রিপোর্টার জানাচ্ছে, গাজায় ইসরাইলি সামরিক অভিযানের প্রতিবাদে অস্কার অনুষ্ঠানের বাইরে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভের ফলে লম্বা ট্রাফিক জ্যাম সৃষ্টি হয় এবং অনেক অতিথি সময়মত ডলবি থিয়েটারে পৌঁছাতে পারেন নি।