অ্যাকসেসিবিলিটি লিংক

অস্কার ২০২৪ঃ ওপেনহাইমারের জয়জয়কার - সেরা ফিল্ম, পরিচালক, অভিনেতা, পার্শ্ব অভিনেতা সহ সাতটি পুরষ্কার।

সিনেমা জগতের সব চেয়ে বড় অনুষ্ঠান, অস্কারস-এর ৯৬তম পর্বে অংশ নিতে হলিউডের তারকারা প্রশান্ত মহাসাগরের উপকূলে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের লস আঞ্জেলেসে সমবেত হয়েছেন। ডলবি থিয়েটারে এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান উপস্থাপনা করছেন কৌতুকাভিনেতা জিমি কিমেল।

০৫:২৭ ১১.৩.২০২৪

সেরা পার্শ্ব অভিনেত্রীঃ ডা’ভিন জয় র‍্যানডলফ

ডা'ভিন জয় র‍্যান্ডলফ।
ডা'ভিন জয় র‍্যান্ডলফ।

সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কার পেয়েছেন

ডাভিন জয় র‍্যানডলফ

ফিল্মঃ দ্য হোল্ডওভারস

০৫:১১ ১১.৩.২০২৪

লাল গালিচায় সাদা কালো

English actress Carey Mulligan attends the 96th Annual Academy Awards at the Dolby Theatre in Hollywood, California on March 10, 2024. (Photo by Frederic J. Brown / AFP)
ব্রিটিশ তারকা কেরি মালিগান, 'মায়েস্ট্র' ফিল্মে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী ক্যাটেগরিতে মনোনীত। রেড কারপেটের লাল এর সাথে তাঁর সাদাকালো গাউন ফুটে উঠেছে।

০৫:০৫ ১১.৩.২০২৪

রেড কারপেটে তারকাদের ফ্যাশন প্যারেড

রেড কারপেট- এ অস্কার মনোনীত তারকা ডা'ভিন জয় রান্ডলফ।
রেড কারপেট- এ অস্কার মনোনীত তারকা ডা'ভিন জয় রান্ডলফ।

একের পর এক তারকা রেড কারপেটের উপর দিয়ে হেঁটে অনুষ্ঠানে আসছেন। সবার দৃষ্টি কোন তারকা কী ধরনের পোশাক পরে এসেছেন, কোন ডিজাইনারের পোশাক সব চেয়ে বেশি ব্যতিক্রমি আর বৈচিত্র্যময়।

০৫:০১ ১১.৩.২০২৪

গাজা যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদে শহরে ট্রাফিক জ্যাম

বার্তা সংস্থা এপি এবং দ্য হলিউড রিপোর্টার জানাচ্ছে, গাজায় ইসরাইলি সামরিক অভিযানের প্রতিবাদে অস্কার অনুষ্ঠানের বাইরে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভের ফলে লম্বা ট্রাফিক জ্যাম সৃষ্টি হয় এবং অনেক অতিথি সময়মত ডলবি থিয়েটারে পৌঁছাতে পারেন নি।

আরও লোড করুন

XS
SM
MD
LG