অ্যাকসেসিবিলিটি লিংক

সুপার টিউসডেঃ ট্রাম্প ও বাইডেন পুনরায় প্রেসিডেন্ট পদপ্রার্থিতার মনোনয়নের দিকে এগিয়ে যাচ্ছেন


স্যান ফ্রান্সিসকোতে সুপার টিউসডের প্রাইমারি নির্বাচনে ভোট দানের ছবি ।
স্যান ফ্রান্সিসকোতে সুপার টিউসডের প্রাইমারি নির্বাচনে ভোট দানের ছবি ।

প্রেসিডেন্ট জো বাইডেন এবং তাঁর পূর্বসূরি ডনাল্ড ট্রাম্প ‘সুপার টিউসডে’ প্রাইমারিতে দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে একের পর এক জয় লাভ করছেন, যার ফলে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ২০২০ সালের পুনরাবৃত্তি প্রায় নিশ্চিত হয়ে পড়েছে। সুপার টিউসডের ফলাফল রিপাবলিকান দলের মনোনয়ন প্রার্থী ট্রাম্পের একমাত্র প্রতিদ্বন্দ্বী নিকি হেলির উপর প্রতিযোগিতা থেকে বিদায় নেয়ার জন্য চাপ বৃদ্ধি করছে।

বাইডেন এবং ট্রাম্প দুজনেই টেক্সাস, আলাবামা, কলোরাডো, মেইন, ওকলাহোমা, ভার্জিনিয়া, নর্থ ক্যারোলিনা, টেনিসি, আরকানসঅ, মিনেসোটা এবং ম্যাসাচুসেটস রাজ্যে জয়লাভ করেন। বাইডেন ইউটা, ভেরমন্ট এবং আইওয়াতে ডেমোক্র্যাটিক দলের প্রাইমারিতে জয়লাভ করেন।

হেলি ভেরমন্ট-এ জয়লাভ করেন। কিন্তু ভার্জিনিয়া এবং মেইনের মত যেসব রাজ্যে তাঁর ভাল করার কথা ছিল, যেখানে আগের প্রাইমারিতে মধ্যপন্থি ভোটাররা তাঁকে সমর্থন করেছিল, সেখানেও প্রাক্তন প্রেসিডেন্ট জয়লাভ করেন।

এ’মাসের পরের দিকের আগে ট্রাম্প বা বাইডেন আনুষ্ঠানিকভাবে নিজ দলের প্রার্থী মনোনীত হবার মত যথেষ্ট রাজ্যে প্রাইমারি অনুষ্ঠিত হবে না। তবে প্রাইমারি প্রক্রিয়ার সব চেয়ে বড় দিন নভেম্বরে তাদের মুখোমুখি হবার বিষয়টি প্রায় নিশ্চিত করে দিয়েছে।

একাশি বছর বয়স্ক বাইডেন এবং ৭৭-বছর বয়স্ক ট্রাম্প দুজনই তাদের বয়স নিয়ে প্রশ্নের মুখে পড়ছেন এবং তাদের কারও ব্যাপক জনপ্রিয়তা নেই। কিন্তু তা সত্ত্বেও, তাঁরা তাঁদের নিজ দলে পুরো আধিপত্য বজায় রেখেছেন।

দিনের আগে যা হচ্ছিল

বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস জানাচ্ছে সুপার-টিউসডের ট্রাম্প ও বাইডেনের নিজ দলের ভেতরের প্রাইমারির প্রাথমিক ফলাফলে নিশ্চিতভাবেই বোঝা যাচ্ছে উভয়ই এগিয়ে আছেন। ভোট গ্রহণ শেষ হবার পর পরই মেইন, ম্যাসাচুসেটস ও টেনিসি রাজ্যের ফলাফল পাওয়া গেছে।

ম্যাসাচুসেটস ও টেনিসি উভয় রাজ্যেই বাইডেন কারও চ্যালেঞ্জের সম্মুখীন হন নি। ভোট গ্রহণ শেষ হবার ১০ মিনিটেরও কম সময় পরে এপি জানিয়েছে যে টেনিসিতে ডেমক্র্যাটিক ভোটরদের জন্য এক মাত্র বিকল্প “কাওকে না” ভোট প্রদান।

মেইন অঙ্গরাজ্যে ভোটের ফলাফল যেখানে পাওয়া গেছে এবং যেখানে পাওয়া যায়নি সে রকম স্থানের তূলনা করে এপি জানিয়েছে যে এমনকী নিকটবর্তী প্রতিদ্বন্দ্বিরা, যেমন রিপাবলিকান দলের হেলি এবং ডেমক্র্যাটিক দলের ফিলিপস যদি ভোটে আশাতীত ফলাফলও পান তা হলেও এদের কেউই ট্রাম্প কিংবা বাইডেনের কাছাকাছিও যেতে পারবেন না।

এই সংবাদ সংগ্রহ করার সময়ে বাইডেন মেইন রাজ্যের সব ভোটই পাচ্ছেন তবে যদিও ট্রাম্প ঐ রাজ্যে তাঁর দলের সংখ্যাগরিষ্ঠের ভোট পাচ্ছেন তবুও তাঁর ভোট প্রাপ্তি খুব সামঞ্জস্যপূর্ণ নয়।ঐ রাজ্যের রিপাবলিকান প্রধান এলাকায় তিনি যতটা এগিয়ে আছেন ততটা এগিয়ে নেই ডেমক্র্যাট প্রধান এলাকাগুলোতে ।

টেনিসিতে পা্ওয়া ফলাফলে সব ক’টি কাউন্টিতেই ট্রাম্প এগিয়ে আছেন।

ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ, রিপাবলিকান ভোটারদের প্রতি তাঁর আবেদনে কোন রকম প্রভাব ফেলতে পারেনি।

ট্রাম্প যতখানি সমর্থন পাচ্ছেন তাতে তিনি রিপাবলিকান দলের মনোনয়ন পেতে চলেছেন বলে মনে করা হচ্ছে এবং তিনি সম্ভবত ২০২০ সালের মতো বাইডেনের প্রতিদ্বন্দ্বি হতে চলেছেন। তবে তিনি এখনও একাধিক মামলার সম্মুখীন যার মধ্যে রয়েছে গোপন নথিপত্রের ব্যাপারে তার অদক্ষতা এবং ২০২০ সালের নির্বাচনে তার জয়ী হবার মিথ্যা দাবি।

XS
SM
MD
LG