অ্যাকসেসিবিলিটি লিংক

নির্বাচনে হস্তক্ষেপের জন্য ট্রাম্পের বিচারের বিষয়ে সুপ্রিম কোর্ট যুক্তিতর্ক শুনবে এপ্রিল মাসে


যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প

সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে ২০২০ সালের নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগের বিচার করা হবে কী না সে সম্পর্কে সিদ্ধান্ত নিতে এবং এর দ্রুত নিস্পত্তি করতে বুধবার সুপ্রিম কোর্ট সম্মত হয়েছে।

ট্রাম্প যে তাঁর নির্বাচনী পরাজয়কে উল্টে দেয়ার চেষ্টা করছিলেন সে বিষয়ে বিচারের প্রস্তুতির জন্য বিচারপতিদের এই আদেশে বিচারে বিরতি দেয়ার কথা বলা হয়েছে। আদালত এপ্রিল মাসের শেষের দিকে যুক্তিতর্ক শুনবে । আশা করা হচ্ছে জুন মাস শেষ হবার আগেই এ ব্যাপারে সিদ্ধান্ত আসবে।

তবে এই সময়সূচী স্বাভাবিকের চেয়ে দ্রুত হলেও, এটা যদি অনুমান করা হয় যে বিচারপতিরা তার অব্যাহতি পাবার প্রচেষ্টা নাকচ করে দেন , তা হলে কি তার বিচারের তারিখ এবং বিচার সম্পন্ন হওয়া নভেম্বরের নির্বাচনের আগে সম্ভব হবে ?

এ দিকে বুধবার নিউ ইয়র্কের একটি আপিল আদালতের বিচারক ডনাল্ড ট্রাম্পের জালিয়াতি মামলার জরিমানা বাবদ ৪৫ কোটি ৪০ লক্ষ ডলার সংগ্রহ বন্ধ করার আবেদন খারিজ করেছে। তিনি চাইছিলেন তার আপিলের কারণে জরিমানা সংগ্রহ স্থগিত রাখা হোক। সাবেক প্রেসিডেন্ট ঐ অর্থের ভগ্নাংশের বিপরীতে বন্ড দেয়ার যে আপিল করেছিলেন আদালত তা নাকচ করে দেয়।

নিউ ইয়র্ক রাজ্যের মাঝারি পর্যায়ের আপিল আদালতের বিচারক অনীল সিঙ বলেন এই বিচারের রায় কার্যকর করা থামানোর জন্য ট্রাম্পকে সম্পুর্ণ অর্থের জন্য বন্ড স্বাক্ষর করতে হবে। বিচারক সিং অবশ্য ট্রাম্পের কিছু অনুরোধ মেনে নিয়েছেন যার মধ্যে রয়েছে নিউ ইয়র্কের ব্যাংকগুলি থেকে ঋণ নেয়ার ব্যাপারে তার উপর তিন বছরের যে নিষেধাজ্ঞা ছিল তা স্থগিত করা হয়েছে।

XS
SM
MD
LG