নিউ ইয়র্কের একজন বিচারক শুক্রবার ডনাল্ড ট্রাম্প ও তার কোম্পানিগুলিকে সাড়ে ৩৫ কোটি ডলার জরিমানা করেছে। তিনি বলছেন তারা কয়েক বছর ধরে তাদের এমন সব আর্থিক বিবরণ দিয়ে বোকা বানাচ্ছিল যা তাঁর অর্থের পরিমাণকে বাড়িয়ে দেখাচ্ছিল।
তবে ট্রাম্পকে অবিলম্বে এই অর্থ দিতে হবে না কারণ এ ব্যাপারে আপিলের প্রক্রিয়া অব্যাহত থাকবে তবে তা সত্ত্বেও এই রায় সাবেক প্রেসিডেন্টের জন্য প্রতিবন্ধক।
শেষ অবধি তিনি যদি এই অর্থ প্রদানে বাধ্য হন তা হলে তার পূর্বতন বিচারের রায়ের উপরে এই রায় তার অর্থ সম্পদকে নাটকীয় ভাবে হ্রাস করবে। তা ছাড়া একজন সফল ব্যবসায়ী হিসেবে তাঁর ভাবমূর্তিও ক্ষুন্ন হবে।
বাড়ি ক্রয়-বিক্রয়ের বড় ব্যবসায়ী হিসেবে যাঁর সুনাম ছিল এতটা তাঁর উপর তিন বছরের জন্য নিউ ইয়র্কের যে কোন কর্পোরেশনের কর্মকর্তা কিংবা পরিচালক হ্ওয়ার নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তা ছাড়া তিনি তাঁর নিজের রাজ্যের কোন ব্যাংক থেকে ঋণও নতে পারবেন না।