অ্যাকসেসিবিলিটি লিংক

৩০ হাজার ভারতীয় পড়ুয়াকে ২০৩০-এর মধ্যে ফ্রান্সে পড়ার সুযোগ দেওয়া হবে, ঘোষণা ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর


৩০ হাজার ভারতীয় পড়ুয়াকে ২০৩০-এর মধ্যে ফ্রান্সে পড়ার সুযোগ দেওয়া হবে, ঘোষণা ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর।
৩০ হাজার ভারতীয় পড়ুয়াকে ২০৩০-এর মধ্যে ফ্রান্সে পড়ার সুযোগ দেওয়া হবে, ঘোষণা ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর।

২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসাবে ভারতে এসেছেন ফ্রান্স-এর প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

তিনি এই উপলক্ষে ভারতের পড়ুয়াদের জন্য ঘোষণা করে জানিয়েছেন, আগামী কয়েক বছরের মধ্যেই ফ্রান্স প্রচুর ভারতীয় পড়ুয়াকে স্বাগত জানাতে প্রস্তুত। শুক্রবার ২৬ জানুয়ারি সকালে সোশ্যাল এক্স হ্যান্ডেল (পূর্ববর্তী ট্যুইটার)-এ এই ঘোষণা করেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ।

ফ্রান্সের প্রেসিডেন্ট জানিয়েছেন, আগামী ২০৩০ সালের মধ্যে ভারতের অন্তত ৩০,০০০ পড়ুয়াকে তার দেশে পড়ার সুযোগ দেওয়া হবে। যে সকল ভারতীয় বিদেশে পড়তে চান বা ফ্রান্সে গিয়েই পড়াশুনা করতে চান, তাদের জন্য এই উপহার।

শুধু পড়ার সুযোগের ঘোষণা নয় ম্যাক্রোঁ আরও জানিয়েছেন, ভারতীয় পড়ুয়াদের উচ্চশিক্ষার জন্য যথাযথ সাহায্য করা হবে। এমনকী যারা ফরাসি ভাষা জানবেন না, তাদের যাতে কোনও অসুবিধা না হয়, সে দিকেও খেয়াল রাখবে ফ্রান্স সরকার।

পাশাপাশি, সে দেশে পড়েছেন এমন প্রাক্তন ভারতীয় পড়ুয়াদের ভিসা প্রক্রিয়াও সহজ করে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

XS
SM
MD
LG