অ্যাকসেসিবিলিটি লিংক

শেখ হাসিনাকে চেক প্রজাতন্ত্র ও নিকারাগুয়ার নেতাদের অভিনন্দন


বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালা।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালা।

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায়, শেখ হাসিনা অভিনন্দন জানিয়েছেন চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালা, নিকারাগুয়ার প্রেসিডেন্ট দানিয়েল ওর্তেগা সাভেদ্রা

সোমবার (২২ জানুয়ারি) বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।

অভিনন্দন বার্তায় পেত্র ফিয়ালা বলেন, “চেক প্রজাতন্ত্র ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আমি গভীরভাবে মূল্য দেই এবং আমি বিশ্বাস করি যে আমাদের দুই দেশের পারস্পরিক কল্যাণে আমরা এই সম্পর্ককে গভীর ও জোরদার করা অব্যাহত রাখবো।”

পেত্র ফিয়ালা, দ্বিপক্ষীয় পর্যায়ে এবং অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট সকল ক্ষেত্রে আন্তর্জাতিক সংস্থায় সহযোগিতা আরো উন্নয়নে, তার দেশের আগ্রহের বিষয়ে শেখ হাসিনাকে আশ্বস্ত করেন।

ফিয়েলা বলেন, “বাংলাদেশের জনগণের মঙ্গল কামনা করে, আপনার প্রতিশ্রুত কাজের সার্বিক সাফল্য কামনা করছি।”

এদিকে, নিকারাগুয়ার প্রেসিডেন্ট দানিয়েল ওর্তেগা সাভেদ্রা এবং ভাইস প্রেসিডেন্ট রোজারিও মুরিলো শেখ হাসিনাকে লেখা এক চিঠিতে অভিনন্দন জানিয়েছেন।

নিকারাগুয়ার নেতারা বলেছেন, “জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনঃনির্বাচিত হওয়ায় আমরা আপনাকে আন্তরিক ও উষ্ণ অভিনন্দন জানাচ্ছি।”

চিঠিতে তারা নতুন মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা ও তার সরকারের সফলতা কামনা করেন।

নিকারাগুয়ার বলেন, “আমরা নিশ্চিত যে, আপনারা বাংলাদেশের জনগণের কল্যাণে নতুন কিছু অর্জন করবেন।”

তারা আরো বলেন, “প্রশংসা ও শ্রদ্ধার সঙ্গে আমরা আমাদের ঐতিহাসিক ভ্রাতৃত্ব ও সংহতির সম্পর্ককে আরো জোরদার করার জন্য, আমাদের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করছি।”

XS
SM
MD
LG