অ্যাকসেসিবিলিটি লিংক

রুহুল কবির রিজভী: ‘ভোটার উপস্থিতিতে জনগণের ইচ্ছা বোঝা যায়’


বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ৭ জানুয়ারির জাতীয় নির্বাচন বর্জন করে দেশের জনগণ 'বিজয়ের লক্ষণ' দেখিয়েছে।

সোমবার (১৫ জানুয়ারি) এক দোয়া ও মিলাদ মাহফিলে একথা বলেন তিনি। রিজভী বলেন যে, কোনো বিদেশি প্রভুর সহায়তায় বর্তমান সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, “শেখ হাসিনা মনে করেন, তিনি তার প্রভুদের পৃষ্ঠপোষকতায় ক্ষমতায় থাকবেন। সেসব দিন শেষ হয়ে গেছে।এখন আপনাদের (সরকারের) উচিত জনগণের প্রত্যাশা অনুধাবন করা।”

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আরোগ্য কামনা করে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দোয়া ও মিলাদ মহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল।

রিজভী বলেন, জনগণ এখন আন্দোলনে নেমেছে এবং এই কর্মসূচি সফল করতে আগামী দিনগুলোতে তারা রাজপথে থাকবে।

অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং স্বৈরাচারী নেতাদের উৎখাত করার ইতিহাস বাংলাদেশের রয়েছে বলে উল্লেখ করেন রুহুল কবির রিজভী।

তিনি আরো উল্লেখ করেন, “শেখ হাসিনার ভাগ্যও এর চেয়ে আলাদা হবে না। শেখ হাসিনার সরকারও ভেসে যাবে।”

জনগণ আবার রাস্তায় নামবে, তাদের দাবি আদায় করবে এবং তাদের অধিকার পুনরুদ্ধার করবে বলে উল্লেখ করেন রিজভী।

হাছান মাহমুদ: ‘নৈরাজ্য সৃষ্টিকারীদের সঙ্গে সংলাপ অর্থহীন’

এদিকে, দেশে সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টিকারীদের সঙ্গে আলোচনায় বসার সম্ভাবনা প্রত্যাখ্যান করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।
পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।

তিনি বলেন, “বৈধ রাজনীতি করার পরিবর্তে যারা মানুষকে জীবন্ত পুড়িয়ে দেয় এবং নৈরাজ্য উস্কে দেয়, তাদের সঙ্গে সংলাপ অর্থহীন।” সোমবার (১৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান।

আগামী দিনগুলোতে বিরোধী দল বিএনপির চ্যালেঞ্জ মোকাবেলায় আওয়ামী লীগের কৌশল সম্পর্কে জানতে চাইলে একথা বলেন হাছান মাহমুদ।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জানান, তার দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক নির্ধারিত আছে। সেই বৈঠকে বিষয়টির ওপর গুরুত্বারোপ করবেন তিনি।

XS
SM
MD
LG