অ্যাকসেসিবিলিটি লিংক

ট্রাম্পকে নিউইয়র্ক টাইমস ও তিন রিপোর্টারকে জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে


দ্য নিউ ইয়র্ক টাইমস পত্রিকার ভবন।
দ্য নিউ ইয়র্ক টাইমস পত্রিকার ভবন।

প্রাক্তন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে শুক্রবার তার পরিবারের সম্পদ এবং ট্যাক্স বিষয়ে পুলিৎজার পুরস্কার-বিজয়ী ২০১৮সালের প্রতিবেদনের বিরুদ্ধে মামলায় পরাস্ত হবার পরে দ্য নিউ ইয়র্ক টাইমস এবং তিনজন অনুসন্ধানী সাংবাদিককে প্রায় ৪ লক্ষ ডলার জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদপত্রটি এবং সংবাদদাতা সুজান ক্রেগ, ডেভিড বারস্টো ও রাসেল বুয়েটনারকে মে মাসে মামলা থেকে খালাস দেয়া হয়েছিল। ট্রাম্পের দূরসম্পর্কের ভাইঝি, মেরি ট্রাম্পের বিরুদ্ধে ট্রাম্পের দাবি যে তিনি সাংবাদিকদেরকে ট্যাক্স রেকর্ড দিয়ে একটি পূর্ববর্তী নিষ্পত্তি চুক্তি লঙ্ঘন করেছেন যা এখনও মুলতুবি রয়েছে।

নিউইয়র্কের বিচারক রবার্ট রিড বলেছেন যে মামলার "সমস্যাগুলির জটিলতা" এবং অন্যান্য কারণের জন্য , এটি যুক্তিসঙ্গত ছিল যে ডনাল্ড ট্রাম্পকে দ্য টাইমস এবং সাংবাদিকদের আইনজীবীদের আইনী ফি হিসাবে মোট ৩ লক্ষ ৯২ হাজার ৬৩৮ ডলার দিতে বাধ্য করা উচিত্।

দ্য টাইমসের মুখপাত্র ড্যানিয়েল রোডস হা নিউ ইয়র্কের একটি আইন SLAPP এর কথা উল্লেখ করে বলেছেন "আজকের সিদ্ধান্তটি দেখায় যে রাষ্ট্রের নতুন সংশোধিত SLAPP বিরোধী আইন প্রেসের স্বাধীনতা রক্ষার জন্য একটি জোরালো শক্তি হতে পারে।" এ আইন সমালোচকদের নীরব করার জন্য পরিকল্পিত ভিত্তিহীন মামলাগুলিকে বাধা দেয়৷ এই ধরনের মামলাগুলি SLAPPs বা জনগণের অংশগ্রহণের বিরুদ্ধে কৌশলগত মামলা হিসাবে পরিচিত।

রোডস হা আরো বলেন, "আদালত সাংবাদিকদের চুপ করানোর চেষ্টা করার জন্য যারা বিচার ব্যবস্থার অপব্যবহার করতে চায় তাদের কাছে একটি বার্তা পাঠিয়েছে।”

XS
SM
MD
LG