অ্যাকসেসিবিলিটি লিংক

প্রিয়াঙ্কা গান্ধী: নরেন্দ্র মোদীকে লোকসভা নির্বাচনে কাউন্টার করতে কংগ্রেসের হাতিয়ার


ভারতের কংগ্রেসে পার্টির সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ভারতের কংগ্রেসে পার্টির সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে ভারতের কয়েকটি রাজ্যে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি বা এআইসিসি-র তরফে দলীয় কাজ পর্যালোচনায় বেশ কয়েক জন নতুন মুখ সামনে এনেছেন।

তাতে দেখা যাচ্ছে, কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীকে উত্তর প্রদেশের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে দল। উত্তর প্রদেশের প্রিয়ঙ্কার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে অভিনাশ পাণ্ডেকে। প্রিয়াঙ্কাকে কোনও রাজ্যেরই দায়িত্ব দেওয়া হয়নি।

কংগ্রেস সূত্রে খবর লোকসভা নির্বাচনে রাহুল গান্ধীর পাশাপাশি প্রিয়াঙ্কা গান্ধীকেও দলের প্রচারের অন্যতম মুখ হিসাবে ভাবা হচ্ছে।

আগামী লোকসভা নির্বাচনের প্রচারে কংগ্রেসের তরফে ভাবা হচ্ছে প্রিয়াঙ্কা মূলত নরেন্দ্র মোদীর প্রচারের জায়গাগুলিতে কংগ্রেসের পক্ষ থেকে প্রচার করবেন।

মোদীকে কাউন্টার করার ক্ষেত্রেও জয়রাম রমেশের পাশাপাশি প্রিয়াঙ্কাও থাকবেন দলের তরফ থেকে। তিনি সেই কাজ শুরুও করে দিয়েছেন।

কংগ্রেস সূত্রে খবর দলের মুখ থাকবেন রাহুল গান্ধী-ই। ইন্ডিয়া জোটের বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেকে প্রধানমন্ত্রী মুখ করার প্রস্তাব দিয়েছিলেন।

কিন্তু কংগ্রেসের ওয়ার্কিং কমিটি রাহুল গান্ধীর দ্বিতীয় ভারত জোড়ো যাত্রার সিদ্ধান্ত ঘোষণা করে দিয়েছেন ইতিমধ্যেই।

শুধু প্রচার নয়, কংগ্রেসের একাংশ এমনকী প্রিয়ঙ্কা গান্ধীকে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রধানমন্ত্রী মুখ হিসাবে তুলে ধরার দাবি জানিয়ে আসছে বহু বছর ধরেই। প্রিয়াঙ্কার চেহারা এবং বাচনভঙ্গির মধ্যে কংগ্রেস সমর্থকেরা ইন্দিরা গান্ধীর সঙ্গে মিল খুঁজে পান।

রাজস্থানের নেতা শচীন পাইলটকে ছত্তীসগড়ের দায়িত্ব দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের দীপা দাসমুন্সিকে কেরল এবং লাক্ষ্মাদ্বীপ ছাড়াও তেলেঙ্গানার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। মুকুল ওয়াসনিককে পাঠানো হয়েছে গুজরাটের দায়িত্ব দিয়ে। কুমারী শৈলজাকে দেওয়া হয়েছে উত্তরাখণ্ডের দায়িত্ব।

XS
SM
MD
LG