অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের লোকসভায় আমিত শাহ গণপিটুনির জন্য মৃত্যুদণ্ডের কথা জানালেন


ভারতের লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২০ ডিসেম্বর, ২০২৩।
ভারতের লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২০ ডিসেম্বর, ২০২৩।

বুধবার ২০ ডিসেম্বর ভারতের লোকসভায় তিনটি নতুন ফৌজদারি আইন বিল নিয়ে বক্তব্য পেশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মোদী সরকারের নতুন আইন আনার কথা ঘোষণা করেছেন তিনি।

অমিত শাহ জানিয়েছেন যে, প্রস্তাবিত আইন অনুসারে এবার গণপিটুনির জন্য দেশে মৃত্যুদণ্ডের বিধানও থাকবে।

কেন্দ্র মতপ্রকাশ করে বলেছে প্রস্তাবিত নতুন বিলগুলির লক্ষ্য হল ‘শাস্তির’ পরিবর্তে ‘ন্যায়বিচার’-এর উপর বেশি জোর দিয়ে দেশের ফৌজদারি বিচার ব্যবস্থার পুনর্গঠন করা।

একইসঙ্গে নতুন প্রস্তাবিত বিলে নারী, শিশু সহ সমাজের প্রত্যেক নাগরিকের সুরক্ষা আরও সুনিশ্চিত করা হয়েছে বলেও দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

বুধবার মব লিঞ্চিং নিয়ে প্রস্তাবিত বিলের কথা জানান অমিত শাহ।

XS
SM
MD
LG