অ্যাকসেসিবিলিটি লিংক

সাবেক হাউস স্পিকার ম্যাকার্থির পদত্যাগ ঘোষণা


ফাইল: যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সদস্য কেভিন ম্যাকার্থি ওয়াশিংটনের ক্যাপিটল হিলে সংবাদ সম্মেলনে বক্তবয রাখছেন। অক্টোবর ৯,২০২৩।
ফাইল: যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সদস্য কেভিন ম্যাকার্থি ওয়াশিংটনের ক্যাপিটল হিলে সংবাদ সম্মেলনে বক্তবয রাখছেন। অক্টোবর ৯,২০২৩।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের নেতার পদ থেকে ক্যালিফোর্নিয়ার রিপাবলিকান সদস্য কেভিন ম্যাকার্থিকে অপসারণের ঐতিহাসিক ঘটনার পর, বুধবার তিনি ঘোষণা করেন যে তিনি এ বছরের শেষ নাগাদ কংগ্রেসে তাঁর আসন থেকে পদত্যাগ করবেন।

তাঁর এই ঘোষণা বেকার্সফিল্ডের এক সময়কার এই খাবার দোকানের মালিকের কর্মযজ্ঞের আকস্মিক পরিসমাপ্তি ঘটালো। তিনি রাজ্যের ও জাতীয় রাজনীতির সিঁড়ি বেয়ে প্রেসিডেন্টের সারিতে দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে ওঠেন। তার পর কট্টর ডানপন্থি রক্ষনশীলরা অক্টোবরে তাঁর অপসারণের কাজ সম্পন্ন করেন।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে ম্যাকার্থি হচ্ছেন প্রতিনিধি পরিষদের একমাত্র হাউস স্পিকার যাঁকে ভোটের মাধ্যমে ঐ পদ থেকে সরিয়ে দেয়া হয়।

তাঁর সিদ্ধান্ত ঘোষণা করে ম্যাকার্থী ওয়াল স্ট্রিটে লেখেন, “ অসুবিধা যাই হোক না কেন কিংবা ব্যক্তিগত মূল্য যাই ইদতে হোক না কেন , আমরা ঠিক কাজটিই করেছি”।

তিনি লেখেন, “ আর এই দৃষ্টিভঙ্গি নিয়েই আমি এ বছরের শেষে হাউস থেকে বিদায় নেয়ার সিদ্ধান্ত নিয়েছি, নতুন ভাবে আমেরিকার সেবা করতে চাই।

পুণ: নির্বাচনের জন্য মনোনয়ন চাওয়ার শেষ সময়সীমা যেমনটি এগিয়ে আসছে, তাতে ম্যাকার্থির ভবিষ্যৎ সম্পর্কে ঘোষণা প্রত্যাশিত ছিল। তবে তাঁর এই সিদ্ধান্ত গোটা ক্যাপিটল হিলে এক ধরণের আলোড়ন সৃষ্টি করে যেখানে তাঁর বিদায়ের কারণে রিপাবলিকান দলের সামান্য সংখ্যাগরিষ্ঠতার উপর প্রতিকুল প্রভাব পড়বে।

XS
SM
MD
LG