অ্যাকসেসিবিলিটি লিংক

ট্রফি না জিতলেও বিশ্বকাপ ক্রিকেটে দর্শকসংখ্যায় রেকর্ড গড়ল ভারত


ট্রফি না জিতলেও বিশ্বকাপ ক্রিকেটে দর্শকসংখ্যায় রেকর্ড গড়ল ভারত।
ট্রফি না জিতলেও বিশ্বকাপ ক্রিকেটে দর্শকসংখ্যায় রেকর্ড গড়ল ভারত।

আইসিসি বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে উঠলেও বিশ্বকাপের ট্রফি জিততে পারেনি ভারত। বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। তবে সদ্য সমাপ্ত বিশ্বকাপে একটি ইতিহাস তৈরি করেছে ভারত। গ্যালারিতে থাকা দর্শক সংখ্যায় এবারের বিশ্বকাপে রেকর্ড তৈরি হয়েছে। এর আগে কোনও আইআইসি ইভেন্টে এত দর্শক হয়নি।

আইসিসি-র তরফে জানানো হয়েছে, এবারের বিশ্বকাপে মাঠে এসে খেলা দেখেছেন সাড়ে ১২ লাখের বেশি মানুষ। ২০১৫ সালের বিশ্বকাপে দর্শক সংখ্যার রেকর্ড ভেঙে নতুন নজির করল এবারের বিশ্বকাপ ক্রিকেট।

বিশ্বকাপ ফাইনালে ১৯ নভেম্বর গুজরাটের আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রায় ১ লাখ ৩০ হাজার মানুষ উপস্থিত হয়েছিলেন খেলা দেখতে। এই স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচেও এমন সংখ্যক দর্শক হয়েছিল। এবার ভারতে মোট ৯টা স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচ হয়েছে। ভারতের প্রতি ম্যাচেই গ্যালারি ছিল হাউজফুল। অন্যান্য ম্যাচেও দর্শক সংখ্যা কম হয়নি।

৫ অক্টোবর থেকে শুরু হয়েছিল এবারের বিশ্বকাপ। নিউজিল্যান্ড-ইংল্যান্ডের উদ্বোধনী ম্যাচে রেকর্ড সংখ্যায় দর্শক এসেছিলেন। ১৪ অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচে যত মানুষ এসেছিলেন খেলা দেখতে, তা আগে অন্য কোনও আইসিসি ইভেন্টে আসেননি। আইসিসি জানিয়েছে, গোটা বিশ্বকাপ জুড়ে মোট ১২ লাখ ৫০ হাজার ৩০৭ জন লোক মাঠে এসে খেলা দেখেছেন।

২০১৫ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। সেই ইভেন্টে ১০ লাখ ১৬ হাজার ১৬ হাজার ৪২০ জন দর্শক হয়েছিল। এবার সেই সংখ্যা ছাড়িয়ে গেল। শুধু মাঠে গিয়ে দেখা দর্শক আসনের দিক থেকে নয়, ব্রডকাস্টিং ও ডিজিটাল দর্শকের সংখ্যার দিক থেকেও এবারের বিশ্বকাপ সব রেকর্ড ভেঙে দিয়েছে। ২০২৭ সালে বিশ্বকাপ হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও নামিবিয়াতে। ২০২৪ সালে টি২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে।

XS
SM
MD
LG