রবিবার ১৯ নভেম্বর আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে উঠেছিল রোহিত শর্মার অধিনায়কত্বে 'টিম ইন্ডিয়া' টানা ১০ ম্যাচ অপরাজিত থেকে। রবিবার গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজয়ের পর মাঠের মধ্যেই কান্নায় ভেঙে পড়েন বেশ কয়েক জন ভারতীয় ক্রিকেটার।
রবিবার স্টেডিয়ামে ফাইনলাল দেখতে এসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খেলা শেষ হতেই ভারতীয় ড্রেসিংরুমে পৌঁছে যান তিনি। ক্রিকেটারদের বুকে জড়িয়ে ধরেন, মুছিয়ে দেন ক্রিকেটারদের চোখের জল।
রবিবারের ম্যাচে প্রথম থেকে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন না মোদী। খেলার দ্বিতীয়ার্ধে মাঠে আসেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পাশে বসে বাকি খেলা দেখেন। ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অস্ট্রেলিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী রিচার্ড মার্লেসকে পাশে নিয়ে প্রধানমন্ত্রী মোদী বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের অধিনায়ক প্যাট কামিন্সের হাতে ট্রফি তুলে দেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হতেই তিনি চলে যান ভারতীয় ড্রেসিংরুমে। সেখানে তিনি সকলকে সান্ত্বনা দেন। উদ্বুদ্ধ করেন ক্রিকেটারদের, হাত মেলান সকলের সঙ্গে।
প্রধানমন্ত্রীর ড্রেসিংরুমে যাওয়ার কথা সোশ্যাল মিডিয়ায় সোমবার প্রথম জানান ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। তিনি নিজের এক্স হ্যান্ডেল (পূর্ববর্তী ট্যুইটার)-এ পোস্ট করে লেখেন, "আমরা একটা দুর্দান্ত টুর্নামেন্ট খেলেছি। কিন্তু ভালোভাবে শেষ করতে পারিনি। আমাদের মন ভেঙে গিয়েছিল। ড্রেসিংরুমে এসেছিলেন প্রধানমন্ত্রী। এটা আমাদের কাছে খুব স্পেশাল ছিল।"
এরপর মহম্মদ শামি একটি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে ড্রেসিংরুমে মোদীর সঙ্গে একটি ছবি পোস্ট করেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী তাকে বুকে জড়িয়ে ধরেছে। শামি লেখেন, "দুর্ভাগ্যজনক, গতকাল আমাদের দিন ছিল না। গোটা টুর্নামেন্ট জুড়ে যাঁরা আমাদের ও আমাকে সমর্থন করে গিয়েছেন তাঁদের ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাই, কারণ তিনি আমাদের ড্রেসিংরুমে এসেছিলেন, আমাদের মনোবল বাড়িয়েছেন। আমরা ঠিক ফিরে আসব।"