ভারতের হরিয়াণার নুহ গত জুলাই মাসের পর আবার সাম্প্রদায়িক সংঘর্ষে অশান্ত হয়ে উঠল। সেখানে বিশাল পুলিশ বাহিনী মারমুখী দুই পক্ষকে সামলে রেখেছে। ১৪৪ ধারা জারি করা হয়েছে নুহ শহরে।
পুলিশ জানিয়েছে, শুক্রবার ১৭ নভেম্বর ভারতীয় সময় সকালে স্থানীয় মহিলারা মন্দিরে পুজো দিতে যাওয়ার সময় আক্রান্ত হন। আচমকাই তাদের উপর ইট পাটকেল উড়ে আসে।
এই ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে গোলমাল ছড়িয়ে পড়ে। পুলিশ দু’পক্ষকে সরিয়ে দিলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এলাকার ভেতরে মুখোমুখি দাঁড়িয়ে পড়ে দুই সম্প্রদায়ের মারমুখী মানুষ। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এফআইআর দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে। জেলা পুলিশ সুপার ঘটনাস্থলে গিয়েছেন।
গত জুলাই মাসে হরিয়ানার এই মিশ্র বসত এলাকায় সাম্প্রদায়িক হিংসায় দুই পুলিশ কর্মী-সহ ছয় জন নিহত হন। সেখানকার ঘটনার জেরে গুরুগ্রামে মসজিদের মধ্যে খুন হন এক তরুণ ইমাম।
এদিকে, হরিয়ানার নুহর গোলমাল ঘিরে পাশের রাজ্য রাজস্থান নিয়েও চিন্তায় পড়েছেন পুলিশ-প্রশাসন। জুলাইয়ে হরিয়াণায় গোলমালের সময় রাজস্থানেও অশান্তির আঁচ পড়েছিল। সেই সময়ে কংগ্রেস অভিযোগ তুলেছিল, নভেম্বরে রাজস্থানের বিধানসভা ভোটের অঙ্কে পরিকল্পনা করেই হিন্দুত্ববাদীরা নুহতে সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি করেছে। রাজস্থানে বিধানসভা নির্বাচনের মুখে নুহতে সাম্প্রদায়িক অশান্তি তাই চিন্তা বাড়ল প্রশাসনের।