অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের প্রথম লিভার ট্র্যান্সপ্ল্যান্ট-এর ঘটনার ২৫ বছর, প্রথম গ্রহীতা আজ নিজেই ডাক্তার


সঞ্জয় কান্দাস্বামী ভারতের প্রথম লিভার ট্র্যান্সপ্ল্যান্ট গ্রহীতা।
সঞ্জয় কান্দাস্বামী ভারতের প্রথম লিভার ট্র্যান্সপ্ল্যান্ট গ্রহীতা।

ভারতের দক্ষিণের তামিলনাড়ুর কাঞ্চিপুরমের বাসিন্দা সঞ্জয় কান্দাস্বামী-র জন্ম হয়েছিল ১৯৯৭ সালের জানুয়ারি মাসে। তার পুনর্জন্ম হয়েছিল বলা যায় ১৯৯৮ সালের নভেম্বর মাসে।

বর্তমানে ২৭ বছরের এই তরুণ পেশায় চিকিৎসক। বয়স প্রায় ২৭। কিন্তু সঞ্জয় নিজেই নিজের বয়স বলেন দু’ বছর কমিয়ে। তার মতে, তিনি ১৯৯৭-র গোড়ায় জন্মালেও তার পুনর্জন্ম হয়েছে পরের বছর নভেম্বরে। আর তা ছিল এক অসাধ্য সাধন। তাই সরকারিভাবে প্রথম জন্ম তারিখটি ব্যবহার করলেও উদযাপন করেন, ১৯৯৮-এর নভেম্বরের তারিখটি।

তার জন্মদিনের সঙ্গেই জড়িয়ে আছে ভারতের চিকিৎসা ক্ষেত্রের মাইলস্টোন এক ঘটনা। ১৯৯৮-এর ১৫ নভেম্বর মুম্বইয়ের অ্যাপোলো হাসপাতালে হয়েছিল দেশের প্রথম লিভার ট্রান্সপ্ল্যান্ট। লিভারের জটিল অসুখ নিয়ে জন্ম হয়েছিল সঞ্জয়ের। তার বাবা-মা বহু চেষ্টার পর মুম্বইয়ের অ্যাপোলো হাসপাতালে ছেলের লিভার ট্র্যান্সপ্ল্যান্ট-এর সিদ্ধান্ত নেন। বাবার লিভারের একাংশ ২০ মাস বয়সের সঞ্জয়ের দেহে প্রতিস্থাপন করা হয়।

ট্র্যান্সপ্ল্যান্ট-এর পরিণতি নিয়ে পরিবারের মতো চিকিৎসকেরাও চিন্তায় ছিলেন। সব আশঙ্কা মিথ্যা প্রমাণ করে প্রতিস্থাপন সফল হয়। বুধবার ১৫ নভেম্বর সেই বিশেষ দিনটি উদযাপন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল সঞ্জয় কান্দাস্বামীকে। বাবা-মাকে নিয়ে অনুষ্ঠানে যোগ দেন তিনি। জানান, আগামী মার্চে তার বিয়ে। ভাবী স্ত্রী, পরিচিতরা তার দ্বিতীয় জন্মদিনটিকেই বেশি গুরুত্ব দেন।

অ্যাপোলো হসপিটাল গ্রুপের মেডিক্যাল ডিরেক্টর তথা পেডিয়াট্রিক গ্যাসট্রোএন্টোলজিস্ট অনুমপ শিবাল জানান, এখনও পর্যন্ত তারা ৪৩০০ জনের লিভার ট্রান্সপ্ল্যান্ট করিয়েছেন। উপকৃতদের মধ্যে আছে পাঁচশো শিশু। পাঁচশোতম লিভার ট্রান্সপ্ল্যান্ট করা হয়েছে বিহারের দেড় বছরের শিশু পৃষার দেহে। বাবা-মায়ের কোলে সেও হাজির ছিল অনুষ্ঠানে। সঞ্জয়ের ট্র্যান্সপ্ল্যান্ট, যা দেশের প্রথম ট্র্যান্সপ্ল্যান্ট-ও তার চলতি বছরে ২৫ বছর পূর্ণ হল, সেইজন্যও অনুষ্ঠানটি গুরুত্বপূর্ণ ছিল। হিন্দি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী ডিম্পল কাপাডিয়া লিভার গ্রহীতাদের হাতে হাসপাতালের তরফে উপহার তুলে দেন।

XS
SM
MD
LG