অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের জম্মু-কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩৬ জনের মৃত্যু


ভারতের জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ১৫ নভেম্বর, ২০২৩।
ভারতের জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ১৫ নভেম্বর, ২০২৩।

ভারতের উত্তর প্রান্তে জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় এক ভয়াবহ দুর্ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেল একটি যাত্রীবাহী বাস। বাসটিতে থাকা ৪০ জন যাত্রীর মধ্যে পর্যন্ত ৩৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বুধবার ১৫ নভেম্বর ভারতীয় সময় সকালে দুর্ঘটনাটি ঘটেছে ডোডা জেলার আসার এলাকায়।

বাটোতে-কিশতওয়ার জাতীয় সড়কে খাদের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই বাসটির চাকা পিছলে যায়। চালক চেষ্টা করেও সামাল দিতে পারেননি। যাত্রীদের নিয়েই সেটি ৩০০ ফুট গভীর খাদে পড়ে যায়।

ঘটনাস্থলে গিয়ে পৌঁছে যান উদ্ধারকারী দল। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়। কিন্তু তা সত্ত্বেও ৪০ জন যাত্রীর মধ্যে ৩৬ জনেরই মৃত্যু হয়েছে। বাকি চার জনের অবস্থাও আশঙ্কাজনক।

জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

"আসার, ডোডায় একটি মর্মান্তিক বাস দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে যা অত্যন্ত বেদনাদায়ক। শোকাহত পরিবারগুলির প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি এবং দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি," জানিয়েছেন সিনহা। জম্মুর পুলিশ কমিশনার ও জেলা প্রশাসনকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সব রকম প্রয়োজনীয় সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

XS
SM
MD
LG