অ্যাকসেসিবিলিটি লিংক

নজরুলগীতি 'কারার ওই লৌহ কপাট' বিতর্কে ক্ষমা চাইলেন সিনেমার নির্মাতারা, স্বত্ত্ব কিনেই হয়েছে সুর পরিবর্তন


সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা 'পিপ্পা'-তে নজরুল ইসলাম রচিত, 'কারার ওই লৌহ কপাট...' গান ব্যাবহার করা নিয়ে ভারত-বাংলাদেশে উঠেছে নিন্দার ঝড়।
সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা 'পিপ্পা'-তে নজরুল ইসলাম রচিত, 'কারার ওই লৌহ কপাট...' গান ব্যাবহার করা নিয়ে ভারত-বাংলাদেশে উঠেছে নিন্দার ঝড়।

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত, 'কারার ওই লৌহ কপাট...' গানটিকে কেন্দ্র করে বিতর্কে জড়িয়ে পড়েছেন ভারতের অস্কারজয়ী

সঙ্গীত পরিচালক এ আর রহমান। সদ্য মুক্তিপ্রাপ্ত ভারতীয় সিনেমা 'পিপ্পা'-তে গানটি ব্যবহার করা হয়েছে। গানের কথা এক থাকলেও বদলে ফেলা হয়েছে সুর, তাল, লয়, ছন্দ। বিষয়টি নিয়ে ভারত-বাংলাদেশ দুই দেশেই উঠেছে নিন্দার ঝড়। বিতর্কের মধ্যে অবশেষে মুখ খুললেন ছবির নির্মাতারা।

গত শুক্রবার, ১০ নভেম্বর ওটিটি চ্যানেল অ্যামাজন প্রাইম-এ মুক্তি পেয়েছে ‘পিপ্পা’। বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময়ে ভারতীয় সেনার ৪৫ কাভালরি রেজিমেন্ট-এর ক্যাপ্টেন বলরাম সিং মেহেতার জীবনী অবলম্বনে সিনেমাটি বানিয়েছেন পরিচালক রাধাকৃষ্ণ মেনন। সিনেমাটি মুক্তির পর থেকেই বিতর্ক শুরু হয়েছে নজরুলগীতি 'কারার ওই লৌহ কপাট' নিয়ে। কেন এভাবে সুর, তাল বদলে ফেলা হল, সেই নিয়ে সরব সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্ট জনেরা।

সোমবার ১৩ নভেম্বর অবশেষে এই বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন সিনেমার নির্মাতারা। সিনেমার অন্যতম প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুর। সোশ্যাল মিডিয়ায় নির্মাতাদের একটি বিবৃতি পোস্ট করেছেন তিনি। সেই বিবৃতিতে দাবি করা হয়েছে, কাজী নজরুল ইসলামের পরিবারের থেকে স্বত্ব কেনার পরই শিল্পের খাতিরে গানটিকে পরিবর্তন করা হয়েছে।

নির্মাতারা এও বলেছেন, "কাজী নজরুল ইসলাম ও তার সৃষ্টির প্রতি আমাদের গভীর শ্রদ্ধা রয়েছে। আমাদের এই সৃষ্টি তাদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের জন্য বানানো হয়েছে, যারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিজেদের প্রাণ উৎসর্গ করেছেন। দেশের প্রতি তাদের অনুভূতি, স্বাধীনতার জন্য লড়াই, শান্তি ও বিচারের কথা মাথায় রেখেই এই অ্যালবাম তৈরি করা হয়েছে।"

বিবৃতিতে নির্মাতারা এটাই বোঝাতে চেয়েছেন, 'প্রয়োজনীয় স্বত্ব' কেনার পরই এই গানের কথা ব্যবহার ও সুর পরিবর্তন করা হয়েছে। নির্মাতারা আরও জানিয়েছেন, "কাজী নজরুল ইসলামের গানটির প্রতি শ্রোতাদের আবেগকে আমরা সম্মান করি। সেই আবেগে যদি আঘাত করে থাকি তবে আমরা ক্ষমাপ্রার্থী।"

নির্মাতারা 'ক্ষমা প্রার্থনা' করলেও সুরকার এ আর রহমানের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। পাশাপাশি, নির্মাতাদের এই বিবৃতির পর কাজী নজরুল ইসলামের পরিবারের তরফেও বক্তব্য পাওয়া যায়নি।

XS
SM
MD
LG