অ্যাকসেসিবিলিটি লিংক

রোহিঙ্গা সংকটে সমর্থন অব্যাহত রাখবে ইইউ: রাষ্ট্রদূত হোয়াইটলি


বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি সফররত প্রতিনিধি দলের সদস্যরা ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গাদের সঙ্গে। ১৩ নভেম্বর, ২০২৩।
বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি সফররত প্রতিনিধি দলের সদস্যরা ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গাদের সঙ্গে। ১৩ নভেম্বর, ২০২৩।

বাংলাদেশ সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের সদস্যরা সোমবার (১৩ নভেম্বর) ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গাদের সঙ্গে মতবিনিময় করেছেন এবং সহায়তার অব্যাহত রাখার বিষয়ে রোহিঙ্গাদের আশ্বাস দিয়েছেন। বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি সফররত প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে ছিলেন। ইইউ রাষ্ট্রদূত জানান, “ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রোহিঙ্গা সংকটে সমর্থন অব্যাহত রাখবে।”

হোয়াইটলি বলেন, “ইউরোপিয়ান এক্সটারনাল অ্যাকশন সার্ভিসের পাওলা পাম্পালোনি আজ (১৩ নভেম্বর) রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন, স্কুল, রোহিঙ্গা সাংস্কৃতিক স্মৃতি কেন্দ্র ও খাদ্য কেন্দ্র পর্যবেক্ষণ করেন এবং নারী শরণার্থীদের সঙ্গে মতবিনিময়।” তিনি বলেন, প্রতিনিধি দলের সদস্যরা এসময় বাংলাদেশ কর্তৃপক্ষ, রোহিঙ্গা রিফিউজি রেসপন্স সেন্টার, জাতিসংঘ এবং ইউরোপীয় কমিশনের (ইসিএইচও) মানবিক সহায়তা বিভাগকে ধন্যবাদ জানান।

ইউরোপিয়ান এক্সটারনাল অ্যাকশন সার্ভিসের উপব্যবস্থাপনা পরিচালক পাওলা পাম্পালোনি’র নেতৃত্বে প্রতিনিধি দলটি বাংলাদেশের শ্রম খাত সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করতে রবিবার (১২ নভেম্বর) ঢাকায় এসেছে। বুধবার (১৫ নভেম্বর) সরকারের শ্রম,বাণিজ্য ও পররাষ্ট্র সচিবদের সঙ্গে বৈঠক করবেন প্রতিনিধি দলের সদস্যরা।

XS
SM
MD
LG