অ্যাকসেসিবিলিটি লিংক

চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনা: নিহত ৭, আহত ৩ জন


চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনা: নিহত ৭, আহত ৩ জন
চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনা: নিহত ৭, আহত ৩ জন

বাংলাদেশের চট্টগ্রাম জেলার হাটহাজারীতে, বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩ জন। মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে হাটহাজারী-ফটিকছড়ি সড়কের চারিয়া বোর্ড স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে বাসচালক পালিয়ে গেছে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, হাটহাজারী-ফটিকছড়ি সড়কের হাটহাজারীর চারিয়া বোর্ড স্কুল এলাকায় ফটিকছড়িগামী সিএনজি এবং চট্টগ্রামগামী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে, ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয়। গুরুতর আহত কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়েছে।”

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, “আমরা ঘটনার খবর পেয়ে আসি। মরদেহ উদ্ধার করি। আহতদের হাসপাতালে পাঠাই।"

নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবিল মাহমুদ জানান “মঙ্গলবার দুপুর পৌনে ১২ টার সময় হাটহাজারী উপজেলার চারিয়া এলাকায় নাজিরহাট থেকে চট্টগ্রাম শহরমুখী একটি বাস ও বিপরিত দিক থেকে আসা একটি সিএনজি ট্যাক্সির মুখোমুখি সংর্ঘষ হয়।”

তিনি আরো বলেন, “এতে সিএনজিতে থাকা শিশুসহ ১০ জন যাত্রীর মধ্যে ঘটনাস্থলে তিন শিশুসহ সাতজন নিহত হয়। আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহগুলো মর্গে পাঠানো হয়েছে।”

নিহত ৭ জনের পরিচয় মিলেছে

চট্টগ্রামের হাটহাজারীতে বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে নিহত সাত জনের পরিচয় পাওয়া গেছে।নিহত সাতজনই একই পরিবারের সদস্য। নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন নারী, একজন পুরুষ ও তিনটি শিশু রয়েছে। তারা হলেন; বিপ্লব (২৭), বাপ্পা (৩২), রিতা (৪০), শ্রাবন্তী (১৮), বর্ষা (১০), দ্বীপ (৩) ও দিগন্ত (৩)।
পুলিশ জানিয়েছে আহত-নিহতরা সবাই সনাতন ধর্মের লোক। একটি শ্রাদ্ধ অনুষ্ঠানে অংশ নিতে তারা চন্দনাইশ উপজেলা থেকে হাটহাজারীর আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। আহত-নিহত সকলের বাড়ি চন্দনাইশে বলে জানিয়েছে পুলিশ।

XS
SM
MD
LG