অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের বড় শহরগুলিতে বায়ুদূষণে ক্রমে বাড়ছে টাইপ টু ডায়াবেটিস, দাবি গবেষকদের


ভারতের বড় শহরগুলিতে বায়ুদূষণে ক্রমে বাড়ছে টাইপ টু ডায়াবেটিস
ভারতের বড় শহরগুলিতে বায়ুদূষণে ক্রমে বাড়ছে টাইপ টু ডায়াবেটিস
ভারতের তিন বড় শহর, যেগুলিকে মেট্রো সিটি বলা হয় - দিল্লি, মুম্বই ও কলকাতা, রয়েছে বিশ্বের প্রথম দশটি দূষিত শহরের তালিকায়। বিভিন্ন ধরনের দূষণের মধ্যে মূলত বায়ুদূষণ বাড়ছে এই বড় শহরগুলিতে। এরপর রয়েছে জলদূষণ ও শব্দদূষণ। বায়ুদূষণ বাড়ার কারণে এই শহরগুলিতে এতদিন শুধু হাঁপানি, ক্যানসার, অ্যালার্জির মতো অসুখের কথা শোনা যেত। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে টাইপ টু ডায়াবেটিস। দীর্ঘ সাত বছর সমীক্ষার শেষে এই দাবি করেছে এক গবেষক দল।
এই গবেষণা টিমের নেতৃত্বে রয়েছেন একজন বাঙালি গবেষক, ভারতের প্রথম সারির বিশ্ববিদ্যালয় কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সিদ্ধার্থ মণ্ডল। তিনি ও আরও সাত জন গবেষক দিল্লি ও চেন্নাই শহর জুড়ে ২০১০ থেকে ২০১৭ সাল পর্যন্ত অন্তত ১২ হাজার মহিলা ও পুরুষের সমীক্ষা চালিয়েছেন। তাতে তারা এই সিদ্ধান্তে এসেছেন যে, পিএম ২.৫ ধূলিকণা যে হারে মানুষের শরীরে ঢুকেছে, ঠিক ততটাই পাল্লা দিয়ে রক্তে শর্করার পরিমাণ বেড়েছে। আর এরফলেই সাধারণ মানুষের মধ্যে ডায়াবেটিস রোগ ক্রমশ বাড়ছে। বাড়ছে ব্লাড প্রেশারের সমস্যাও।
এই বিশেষজ্ঞ টিমের বক্তব্য, শহরের বাতাসে ভাসছে বিপুল পরিমাণ দূষিত পিএম ২.৫ ধূলিকণা। আর তার জেরেই মারণরোগের মতো ছড়িয়ে পড়ছে টাইপ টু ডায়াবেটিস। এই সমীক্ষাটি চালিয়েছেন আট জনের এক বিশেষজ্ঞ দল। তারা দেশের দু’টি শহরে সমীক্ষা করে এমন দাবি করেছেন। তাদের সেই গবেষণাপত্র সম্প্রতি প্রকাশিত হয়েছে বিএমজে ওপেন ডায়াবেটিস রিসার্চ অ্যান্ড কেয়ার জার্নালে। এই গবেষণাপত্রে লেখা হয়েছে, চুলের থেকেও ৩০ গুণ সূক্ষ্ম এই পিএম ২.৫ ধূলিকণা মানুষ শ্বাস নেওয়ার সঙ্গে ঢুকে পড়ছে শরীরের ভিতর। এর কারণে বেড়ে যাচ্ছে টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি।
XS
SM
MD
LG