অ্যাকসেসিবিলিটি লিংক

হ্যালোইনের ভূতুড়ে সাজ


হ্যালোইনের ভূতুড়ে সাজ
please wait

No media source currently available

0:00 0:04:26 0:00

হ্যালোইন উৎসবের ইতিহাস ২০০০ বছরেরও বেশি পুরোনো। বর্তমানে পুরো বিশ্বেই হ্যালোইন উৎসব মহাসমারোহে পালন করা হয়। প্রতি বছরের ৩১ অক্টোবর পালিত হয় দিবসটি। গত এক দশকের একটু বেশি সময় ধরে বাংলাদেশেও হ্যালোইন উৎসব নিয়ে তরুনদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। হ্যালোইন এর রাতে বিশেষ ধরণের ভুতুড়ে পোশাক পরে ও মেকআপ নিয়ে পার্টিতে অংশ নেওয়া থেকে শুরু করে, কুমড়ো খোদাই করা, মুখোশ পরা, ভয় দেখানো, ভুতুড়ে গল্প বলা, ভৌতিক সিনেমা দেখা ইত্যাদি নিয়ে ইদানিং বাংলাদেশেও উৎসবটি পালন করা হয়।

হ্যালোইনের ভূতুড়ে সাজ নিয়ে জানতে ও অভিজ্ঞতা নিতে ভয়েস অফ আমেরিকার রোজান খান দেখা করেন মেকআপ আর্টিস্ট জুয়েল ইসলাম পাভেলের সাথে। পাভেল দীর্ঘদিন ধরেই বাংলাদেশের বিভিন্ন সিনেমা ও নাটকে মেকআপ ও প্রস্থেটিক আর্টিস্ট হিসেবে কাজ করছেন। রোজানের জন্য তিনি হ্যালোইনের চারটি বিশেষ সাজ বাছাই করেন যা সহজেই যে কেউ নিজেই ঘরে বসে করতে পারবে।
ভিডিওটি তৈরি করেছেন মারজানা সাফাত।

XS
SM
MD
LG