অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে খুচরোর সমস্যা মেটাতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র অভিনব পরিকল্পনা এটিএম থেকে কয়েন দেওয়ার


ভারতে খুচরো নিয়ে প্রায়শই সমস্যা দেখা দেয় ঝামেলা।
ভারতে খুচরো নিয়ে প্রায়শই সমস্যা দেখা দেয় ঝামেলা।

ভারতে খুচরো নিয়ে প্রায়শই সমস্যা দেখা দেয় ঝামেলা। ৫ টাকার কয়েন এখনও পাওয়া গেলেও, ১ টাকা, ২ টাকার কয়েন পেতে অধিকাংশ সময়েই নাজেহাল হতে হয়। এই সমস্যার সমাধানে এবার অভিনব সমাধান নিয়ে আসছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। এবার এটিএম থেকে নোটের মতোই যাতে খুচরোও পাওয়া যায়, সেই ব্যবস্থাই করতে চলেছে আরবিআই।

আপাতত পাইলট প্রজেক্ট হিসেবে পরীক্ষামূলকভাবে এটিএম-এর কয়েন মেশিন চালু করার কথা ভেবেছে আরবিআই। প্রাথমিকভাবে ভারতের ১২টি শহরে এমন কয়েন ভেন্ডিং মেশিন বসানোর কথা ভাবা হয়েছে। সেখানে মেশিনের উপর কিউআর কোড থাকবে, যা ইউপিআই অ্যাপ-এর সাহায্যে স্ক্যান করলেই মেশিন থেকে বেরিয়ে আসবে পছন্দমতো ১, ২ কিংবা ৫ টাকার কয়েন।

বর্তমানে ইউপিআই পরিষেবা সহজলভ্য হয়ে ওঠায় ছোটখাটো দোকানিরাও স্ক্যান করে অ্যাপ-এর মাধ্যমে টাকা মেটানোর ব্যবস্থা রাখছেন। এরফলে দু-দশ টাকার কেনাকাটাও ক্যাশলেস হয়ে যাওয়ায় বাজারে খুচরোর লেনদেন কমছে। তার ফলেই ১, ২ কিংবা পাঁচ টাকার কয়েনের ঘাটতি দেখা দিচ্ছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

সেই সমস্যা সমাধানেই এমন অভিনব পদক্ষেপ নিতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। যদিও কবে থেকে এবং কোন কোন শহরে এই পরিষেবা চালু হতে চলেছে তা এখনও স্পষ্ট করা হয়নি। তবে খুব শিগগিরই গ্রাহকদের সুবিধা দিতে দেশের যত বেশি সম্ভব জায়গায় খুচরো ভেন্ডিং এটিএম বসানোর পরিকল্পনা রয়েছে আরবিআই-এর।

XS
SM
MD
LG