অ্যাকসেসিবিলিটি লিংক

সংলাপের মাধ্যমেই রাজনৈতিক সমস্যা সমাধান করতে হবে: আব্দুর রাজ্জাক


সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশের কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মো. আব্দুর রাজ্জাক। ৩০ অক্টোবর, ২০২৩।
সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশের কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মো. আব্দুর রাজ্জাক। ৩০ অক্টোবর, ২০২৩।

সংলাপের মাধ্যমেই চলমান রাজনৈতিক সমস্যা সমাধান করতে হবে বলে উল্লেখ করেছেন বাংলাদেশের কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মো. আব্দুর রাজ্জাক। সোমবার (৩০ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আব্দুর রাজ্জাক বলেন, “দেশের রাজনীতি আবার পুরোনো চেহারায় ফিরছে। দুই মাস পরে নির্বাচন। এভাবে কি চলতে থাকবে? এর সমাধান তো রাজনীতিবিদদের হাতেই আছে।”

আলোচনার মাধ্যমে এর সমাধান করা যায় কিনা জানতে চাইলে, আব্দুর রাজ্জাক বলেন, “সারা পৃথিবীতে অনেক সমস্যার সমাধান আলোচনার মাধ্যমেই হয়েছে। সংলাপের তো কোনো বিকল্প নেই। আমাদের তাই করতে হবে। আমরাও বলি এবং আমরাও মনে করি সংলাপের মাধ্যমেই আমাদের এ সমস্যা সমাধান করতে হবে।”

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বলেন, “তারা (বিএনপি) যদি বলে, শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। এ সরকার থাকলে নির্বাচনে যাবে না। এই নির্বাচন কমিশনের আওতায় তারা নির্বাচন করবে না; এই দুটি কথা তারা এমনভাবে বলেছেন, এখানে আলোচনা করে কী হবে।”

তিনি আরো বলেন, “সংবিধানের বাইরে গিয়ে নির্বাচন করার সুযোগ তো এই মুহূর্তে নেই। কাজেই সেটা তো হবে না। নির্বাচন কমিশন তো আলাপ-আলোচনার মাধ্যমেই করা হয়েছে। সেই নির্বাচন কমিশন না থাকলে নির্বাচন হবে কেমনে!”

আব্দুর রাজ্জাক বলেন, “সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে আগামী ২৯ জানুয়ারির মধ্যে নতুন সরকার গঠন করে কার্যকর করতে হবে, সংসদ বসতে হবে। এই বেসিক ইস্যুগুলো তারা যদি মেনে নিতো, তখন আমরা অবশ্যই তাদের সঙ্গে বসে কিভাবে নির্বাচনটা সুন্দর করা যায়, কোন কোন এসপি বা ডিসিকে সরাতে হবে সেটা যদি বলে বা অন্য কোনো প্রস্তাব দেয়, সেগুলো আলাপ-আলোচনা করে ঠিক করা যেতে পারে।”

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বলেন, “প্রধানমন্ত্রীকে দেশ ছেড়ে পালাতে হবে, পালানোর জায়গা পাবে না; প্রতিদিন এ কথা বললে কি সংলাপ হবে? সেই সংলাপ তো ফলপ্রসূ হবে না। আমরা সংলাপের বিরুদ্ধে নই, কিন্তু দরজা বন্ধ করে দিয়ে তো সংলাপ করা যাবে না।”

বিএনপির তিন দিনের অবরোধের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আব্দুর রাজ্জাক বলেন, “এ পরিস্থিতিতে আমরা রাজনৈতিকভাবে মোকাবেলার চেষ্টা করছি। আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে। আমাদের সংবিধানে সুস্পষ্টভাবে আছে প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার সভা-সমাবেশ করার, বিক্ষোভ করার; কিন্তু বিশৃঙ্খলা, সহিংসতা, হিংস্রতা, তারা যে সন্ত্রাসের পথে যাচ্ছে আমি মনে করি এটা জাতি কোনো দিনই অনুমোদন করে না।”

XS
SM
MD
LG