অ্যাকসেসিবিলিটি লিংক

আগামী বছর ভারতের অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনে আমন্ত্রণ শুধু প্রধানমন্ত্রীর, অখুশি বিরোধীরা


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ভারতের উত্তর প্রদেশে অযোধ্যায় আগামী বছর ২০২৪-এর ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। ইতিমিধ্যে একাধিক বিরোধী নেতা ট্রাস্টের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের বক্তব্য, কেন শুধু প্রধানমন্ত্রীকেই আমন্ত্রণ জানানো হয়েছে, রাম ও রাম মন্দিরের উপর শুধু বিজেপির অধিকার রয়েছে এমন নয়।

শিবেসনা নেতা সঞ্জয় রাউত প্রশ্ন তুলেছেন মন্দির উদ্বোধনে বিজেপি নেতা লালকৃষ্ণ আদাবানিকে না ডাকায়। তার বক্তব্য, "আদবানিজি রাম মন্দির নির্মাণের জন্য রামরথ বের করেছিলেন।"

শুধু প্রধানমন্ত্রী মোদীকে রাম মন্দির নির্মাণের অনুষ্ঠানে আমন্ত্রণ করায় প্রশ্ন তুলেছেন কংগ্রেসের দুই প্রবীণ নেতা সলমন খুরশিদ ও কমলনাথ। সলমন খুরশিদের বক্তব্য, "এটা কি বিজেপির ইভেন্ট হতে যাচ্ছে? ভগবান সকলের। কিন্তু আর কোনও দলকে আমন্ত্রণ করা হয়েছে বলে শুনতে পাইনি। উদ্যোক্তাদের উচিত এই বিষয়টি স্পষ্ট করা।"

মধ্য প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সে রাজ্যে প্রদেশ কংগ্রেস সভাপতি কমলনাথ প্রশ্ন তুলেছেন, "কেন শুধু প্রধানমন্ত্রীকে ডাকা হল? রাম মন্দির সকলের। আমি খুশি অযোধ্যায় অবশেষে রাম মন্দির তৈরি হচ্ছে। এই মন্দিরের সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই। বিজেপি মন্দির নির্মাণের কৃতিত্ব হাইজ্যাক করেছে।"

শিবসেনার নেতা সঞ্জয় রাউত এই প্রসঙ্গে রাম মন্দির আন্দোলনের দিনগুলি স্মরণ করেছেন। তার বক্তব্য, "ওই আন্দোলনের মুখ ছিলেন লালকৃষ্ণ আদবানি। তিনি অযোধ্যা অভিমুখে রথ ছুটিয়েছিলেন।" মন্দির তাকে দিয়েই উদ্বোধন করানো উচিত ছিল মনে করেন এই শিবসেনা নেতা।

XS
SM
MD
LG