অ্যাকসেসিবিলিটি লিংক

কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ, শো-কজ করল ভারতের নির্বাচন কমিশন


কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী
কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী

ভারতে যে পাঁচ রাজ্যে আগামী নভেম্বর মাসে বিধানসভা নির্বাচন তারমধ্যে রাজস্থানে ভোটের প্রচারে গিয়ে নির্বাচনী বিধি ভঙ্গ করার অভিযোগ উঠেছিল কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরার বিরুদ্ধে। এ ব্যাপারে বিজেপি বুধবার ২৫ অক্টোবর নির্বাচন কমিশনের কাছে নালিশ জানিয়েছিল। তাদের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যাচাই না করেই মিথ্যা প্রচার করেছিলেন প্রিয়াঙ্কা। বিজেপি শিবিরের সেই অভিযোগের পরেই বৃহস্পতিবার ২৬ অক্টোবর কংগ্রেস নেত্রীকে শো-কজ করল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া।

আগামী ৩০ অক্টোবর সোমবার বিকেল ৫টার মধ্যে প্রিয়াঙ্ককে তার 'খাম' মন্তব্যের কারণ দর্শনোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেসের সাধারণ সম্পাদকের মন্তব্য ঘিরে বিতর্ক সূত্রপাত হয় যখন ২০ তারিখ রাজস্থানের দাসুয়াতে ভোট প্রচারে গিয়ে প্রিয়াঙ্কা গান্ধী দাবি করেন, তিনি টিভিতে দেখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেবনারায়ণ মন্দিরে গিয়ে দানপাত্রে একটি খাম ফেলে আসেন। পরে যখন সেই খাম খোলা হয় তখন দেখা যায় তাতে মাত্র ২১ টাকা রয়েছে। যদিও এ কথা বলার সময় তিনি নিজেও স্বীকার করে নেন, তিনি জানেন না ঘটনাটি আদৌ সত্যি কিনা।

এই ঘটনাকে কেন্দ্র করেই নির্বাচনী বিধিভঙ্গ এবং যাচাই না করেই মিথ্যা মন্তব্য করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত ধর্মবিশ্বাসে আঘাত দেওয়ার অভিযোগ তুলে বুধবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় বিজেপি। তার একদিন পরেই প্রিয়ঙ্কাকে শো-কজ করল ভারতের নির্বাচন কমিশন।

এদিন কংগ্রেস নেত্রীকে নোটিশ পাঠানোর পাশাপাশি তাকে নির্বাচনী বিধির বিষয়টি আরও একবার স্মরণ করিয়ে দিয়েছে কমিশন। তারা জানিয়েছে, এই বিধি অনুযায়ী, কোনও দল এবং প্রার্থী অন্য কোনও দলের নেতা, কর্মী কিংবা প্রার্থীর ব্যক্তিগত জীবন, যা জনস্বার্থের সঙ্গে সম্পর্কহীন, তা নিয়ে মন্তব্য করতে পারবে না।

XS
SM
MD
LG