অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে যাত্রীবাহী চলন্ত ট্রেনে আগুন, যাত্রীরা বাঁচলেন চালক, গার্ডের তৎপরতায়


ভারতে যাত্রীবাহী চলন্ত ট্রেনে আগুন, যাত্রীরা বাঁচলেন চালক, গার্ডের তৎপরতায়।
ভারতে যাত্রীবাহী চলন্ত ট্রেনে আগুন, যাত্রীরা বাঁচলেন চালক, গার্ডের তৎপরতায়।

ভারতে ভয়াবহ আগুনের কবলে যাত্রীবাহী ট্রেন। যাত্রীরা বাঁচলেন ট্রেনচালকের উপস্থিত বুদ্ধিতে। বুধবার ২৫ অক্টোবর ভারতীয় সময় দুপুরে দুর্ঘটনার কবলে পড়ে ১৪৬২৪ পাতালকোট এক্সপ্রেস। পাঞ্জাবের ফিরোজপুর থেকে মধ্য প্রদেশের সিওনির উদ্দেশে যাওয়ার পথে আগ্রায় চলন্ত ট্রেনের দুটি কামরাতে আচমকা আগুন লেগে যায়।

ইঞ্জিনের কাছের দু’টি কামরার ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। পরিস্থিতির ভয়াবহতা আন্দাজ করে দ্রুত ট্রেন থামান চালক। সংশ্লিষ্ট দু'টি কামরা থেকে নামানো হয় যাত্রীদের। সংশ্লিষ্ট দু'টি কামরা থেকে বিচ্ছিন্ন করা হয় ট্রেনের ইঞ্জিন এবং অন্যান্য বগিগুলি। ভারতীয় সময় সন্ধ্যা পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।

ঘটনার সত্যতা স্বীকার করে ভারতীয় রেলের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, বুধবার বিকেল পৌনে চারটে নাগাদ আগ্রা এবং ঢোলপুরের মাঝামাঝি ভরাই রেলস্টেশনের কাছাকাছি আচমকাই ট্রেনের কামরার ভিতরে আগুন দেখা যায়। দ্রুত ট্রেন থামিয়ে যাত্রীদের নিরাপদে ওই দু'টি কামরা থেকে উদ্ধার করা হয়েছে। তবে ঠিক কী কারণে আগুন লেগেছে ভারতীয় রেলের তরফে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

সংশ্লিষ্ট ট্রেনের চালক এবং গার্ড তৎপরতার সঙ্গে ট্রেন না থামলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে যেত বলেই মনে করা হচ্ছে। জানা গিয়েছে, ইঞ্জিন থেকে চতুর্থ বগিতে অর্থাৎ জিএস কামরায় প্রথম আগুন লাগে। দ্রুত তা ছড়িয়ে পড়ে পাশের আর একটি কামরায়। রেল সূত্রের খবর. কীভাবে আগুন লাগলো, তা খতিয়ে দেখছেন রেলের পদস্থ কর্তারা।

XS
SM
MD
LG