বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় 'হামুন' অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। তার প্রভাবেই সোমবার ২৩ অক্টোবর থেকে বৃষ্টি শুরু হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগে। আবহাওয়া দফতর আগেই এই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছিল।
পশ্চিমবঙ্গের কলকাতা আবহাওয়া বিভাগের অধিকর্তারা জানিয়েছেন, এই ঘূর্ণিঝড়ের খুব একটা প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না। ইতিমধ্যেই বাংলাদেশের দিকে রওনা হয়ে গেছে 'হামুন'। তার প্রভাবেই বুধবার ২৫ অক্টোবর-ও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আকাশ আংশিক মেঘলা থাকবে, সঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। তবে 'হামুন'-এর দাপটে তছনছ হয়ে যেতে পারে বাংলাদেশের উপকূলবর্তী বেশ কিছু এলাকা। ঝড় সেখানে প্রবেশ করার সময় তার গতিবেগ থাকবে ঘণ্টায় ৭০-৮০ কিলোমিটার।
মৌসম ভবন সূত্রে খবর, পশ্চিমবঙ্গে ঝড়ের দাপটে আপাতত তেমন বিপদের আশঙ্কা নেই। এখানে ধীরে ধীরে তার শক্তিক্ষয় হতে শুরু হবে। তা বাংলাদেশে প্রবেশ করতে করতে বুধবার ভারতীয় সময় দুপুর হয়ে যাবে।
মঙ্গলবার পশ্চিমবঙ্গে কলকাতা সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় এই ঘূর্ণিঝড়ের প্রভাবে মূলত মেঘলা আকাশ ও কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে আর কোথাও বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। তবে উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় গড়ে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।