অ্যাকসেসিবিলিটি লিংক

বিএনপির মহাসমাবেশ-কে কেন্দ্র করে নাশকতার হুমকি নেই: ডিবি প্রধান


ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপি গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ হারুন-অর-রশিদ। ২২ অক্টোবর, ২০২৩।
ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপি গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ হারুন-অর-রশিদ। ২২ অক্টোবর, ২০২৩।

আগামী ২৮ অক্টোবর বাংলাদেশের রাজধানী ঢাকায় বিএনপির পরিকল্পিত মহাসমাবেশকে কেন্দ্র করে কোনো নাশকতার হুমকি নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ হারুন-অর-রশিদ।

রবিবার (২২ অক্টোবর) তিনি বলেন, “বহিরাগতদের দ্বারা কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজধানীর প্রবেশপথে চেকপোস্ট বসিয়েছে।” ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে হারুন-অর-রশিদ বলেন, “আগে দেখা গেছে, রাজধানী ঢাকায় শুধু একটি দলের সমাবেশ বা সভা করার অনুমতি ছিলো। অন্য দলগুলো কোনো কর্মসূচি পালনের সুযোগ পায়নি। এখন পরিস্থিতি পাল্টেছে। দুই বা তিনটি রাজনৈতিক দল এখন একদিনে বড় কর্মসূচি পালন করতে পারে।”

চেকপোস্টের নামে বিরোধী দলের নেতা-কর্মীদের হয়রানি করা হচ্ছে কি না; এমন প্রশ্নের জবাবে হারুন বলেন, “রাজধানীর অনেক গুরুত্বপূর্ণ মোড় রয়েছে এবং অনেক উন্নয়ন কর্মকাণ্ড চলছে। সেসব এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। চেকপোস্ট বসানো না হলে এ শহর অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হতো।”

XS
SM
MD
LG