পূর্ব ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দা মানস শীল ২০১৮ থেকে গত পাঁচ বছর ধরে ইসরাইল-এর রিহোভোট শহরের বাসিন্দা। সেখানে ওয়াইজম্যান ইনস্টিটিউট অফ সায়েন্স-এ তিনি পোস্ট ডক্টোরাল রিসার্চ করছিলেন প্রোটিনের স্ট্রাকচার ডিটারমিনেশন নিয়ে। এই বছরই তার গবেষণা শেষ হয়। তিনি পুরোপুরি ভারতে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছিলেন। সঙ্গে তার স্ত্রী ও দু'বছরের শিশুপুত্র। গত ৭ অক্টোবর ইসরাইল-এ হামাস-এর হামলার পর যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে চেনা ছবিটা বদলে যায়। একের পর এক বিমান বাতিল হতে থাকে। প্রাথমিকভাবে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগে কিছু জটিলতা ছিল। শেষ পর্যন্ত তা মসৃণ হয় ও ভারত সরকারের 'অপারেশন অজয়'-এর মাধ্যমে ভারতে, পশ্চিমবঙ্গে ফেরেন তিনি গত ১৪ অক্টোবর। জরুরি পরিস্থিতিতে পাঁচ বছরের জীবনের বহু স্মৃতিবিজড়িত সামগ্রী ফেলে আসতে হয়েছে ইসরাইল-এ। এখনও যোগাযোগ রয়েছে বন্ধু, প্রতিবেশীদের সঙ্গে। ট্রমা আছে অবশ্যই। পরিবারের সঙ্গে সময় কাটিয়ে চেষ্টা করছেন স্বাভাবিক জীবনে ফেরার। ভয়েস অফ আমেরিকা-র সঙ্গে তিনি দূরভাষে কথা বললেন।
খন্ড
-
জানুয়ারী ০৯, ২০২৫
রুশ হামলায় ইউক্রেনে নিহত ১৩
-
জানুয়ারী ০৯, ২০২৫
লস অ্যাঞ্জেলেসে দাবানল মোকাবিলায় বিমান মোতায়েন
-
জানুয়ারী ০৯, ২০২৫
চিলিতে জব্দ করা হাজার হাজার অস্ত্র ধ্বংস
-
জানুয়ারী ০৮, ২০২৫
গজার মধ্যাঞ্চলে রান্নাঘর শত শত বাস্তুচ্যূত পরিবারের খাদ্যের প্রধান উৎস
-
জানুয়ারী ০৭, ২০২৫
যুক্তরাজ্যে বন্যার পানিতে একটি তৈরি করা ওয়েকবোর্ডে সার্ফিং করছেন এক ব্যক্তি