বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, “মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছে। আর, এর মাধ্যমে ধনী হয়েছেন কিছু মানুষ; অথচ সাধারণ মানুষের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে।”
রাজধানী ঢাকার বঙ্গবন্ধু উদ্যানে শনিবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে একটি রোড মার্চ কর্মসূচি উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। নজরুল ইসলাম খান আরো বলেন, “আমাদের একটাই দাবি, এই সরকারকে পদত্যাগ করতে হবে।”
তিনি বলেন, “আমাদের নেতা-কর্মী এবং অন্য যে কেউ সরকারের অনিয়মের বিরুদ্ধে কথা বললে; এমনকি সাংবাদিকরা বললেও; রেহাই পান না। তাই, সংসদ ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করাই আমাদের একমাত্র দাবি।”
এর আগে, গত ১৮ সেপ্টেম্বর সরকারের পদত্যাগের দাবিতে চলমান এক দফা আন্দোলনের অংশ হিসেবে ৩ অক্টোবর পর্যন্ত ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। পরে, ৫ অক্টোবর পর্যন্ত এ কর্মসূচি বাড়ানো হয়।