রোহিঙ্গাদের নিজেদের মাতৃভূমি মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছায় ও স্থায়ী প্রত্যাবাসনে জরুরি পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাজধানী ঢাকার একটি হোটেলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-এর (বিডিআরসিএস) সপ্তম অংশীদারি সভায় তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, “বাংলাদেশ মানবিক কারণে নির্যাতিত রোহিঙ্গাদের জন্য সীমান্ত খুলে দিয়েছে। বর্তমানে, মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত প্রায় ১২ লাখ মানুষকে আশ্রয় দিচ্ছে বাংলাদেশ। এছাড়া, তাদের খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয়তা সরবরাহ করছে।”
তিনি বলেন, “এই সংকটের ভার যে কেবল আমাদের কাঁধেই বর্তাবে না, তা অনুধাবন করা অপরিহার্য; যদিও আমরা তাদের সমর্থন দিয়ে যাচ্ছি। এখন সময় এসেছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের এখন মিয়ানমারে এই সংকটের একটি স্থায়ী সমাধান খুঁজে বের করতে হবে।”
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সতর্ক করেন; রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও স্থায়ী প্রত্যাবাসন শুরু করতে বিলম্ব ও তাদের জন্য মানবিক সহায়তার অভাব; সমগ্র অঞ্চলকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে। তিনি জলবায়ু পরিবর্তনকে একটি বৈশ্বিক সংকট হিসেবে উল্লেখ করেন। বলেন, “এই সংকট বৈশ্বিক সহযোগিতার দাবি রাখে।”
তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে এবং বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোকে সহায়তা প্রদানের প্রতিশ্রুতি-কে সম্মান করার আহ্বান জানান।
রাষ্ট্রপতি গত কয়েক বছরে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেন। তিনি বলেন, “দারিদ্র্য ও প্রতিকূলতাকে পেছনে ফেলে, উন্নয়নের যাত্রায় বাংলাদেশ অনেক দূর এগিয়েছে। স্বাস্থ্যসেবা এবং শিক্ষার মতো বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে।”
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে তিনি আশা, সহানুভূতি ও নিঃস্বার্থ কর্মের বাতিঘর বলে উল্লেখ করেন। বলেন, “এটি মানবতার মূল মর্মকে প্রতিনিধিত্ব করে।”