সোমবার ১৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্ত্রীসভার বিশেষ বৈঠক ডেকেছিলেন। সংবাদ সূত্রের খবর, লোকসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ করা হবে, এই সংক্রান্ত বিল অনুমোদন পেল প্রধানমন্ত্রী মোদীর মন্ত্রিসভার এই বৈঠকে।
লোকসভার বিশেষ অধিবেশনে এই বিল বুধবার পেশ করা হবে বলেও রাজনৈতিক মহলে খবর। শুধু লোকসভায় নয়, রাজ্য বিধানসভাতেও মহিলাদের জন্য আসন সংরক্ষণ করা হবে বলে এই বিলে উল্লেখ রয়েছে। যদিও কেন্দ্রীয় সরকারের তরফে এখনই আনুষ্ঠানিকভাবে এই অনুমোদন সম্পর্কিত খবর জানানো হয়নি।
সোমবার ১৮ সেপ্টেম্বর থেকেই সংসদে বিশেষ অধিবেশন শুরু হয়েছে। অধিবেশন শুরুর আগেই প্রধানমন্ত্রী বলেছিলেন, এই অধিবেশনে ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হবে। তার এই মন্তব্যের পরেই সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠক নিয়ে রাজনৈতিক মহলে আগ্রহ দেখা দিয়েছিল।
সোমবারমন্ত্রীসভার বৈঠকের অ্যাজেন্ডা কী, তা নিয়ে আগে থেকে কেউই মুখ খোলেননি। তারপর সোমবার সারাদিন ধারাবাহিকভাবে রাজধানী দিল্লিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। যেমন, বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল এবং সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক করেছেন। সেই বৈঠকে বিজেপি সভাপতি জগৎপ্রকাশ নাড্ডাও উপস্থিত ছিলেন। পরে মন্ত্রীসভার বৈঠকের আগে প্রধানমন্ত্রীর সঙ্গেও পৃথক ভাবে দেখা করেছেন পীযূষ গোয়েল ও প্রহ্লাদ জোশী।
মন্ত্রীসভার বৈঠকের পরেই বিষয়টিই স্পষ্ট হবে বলে মনে করা হয়েছিল। কিন্তু বৈঠক শেষে কেউই সাংবাদিক সম্মেলন করেননি। ফলে বৈঠকে আলোচিত বিষয় নিয়ে রহস্য বাড়ছিল। তবে সংবাস সূত্রের খবর, মোদীর মন্ত্রীসভার সবুজ সংকেত পেয়েছে মহিলা সংরক্ষণ বিলটি।
প্রসঙ্গত, ২০০৮ সালে ভারতের কেন্দ্রে কংগ্রেস সরকার ক্ষমতাসীন থাকাকালীন বিলটি তৈরি হয়েছিল। ২০১০ সালে রাজ্যসভায় বিলটি পাশ হলেও সেটি কখনই নিম্নকক্ষ বা লোকসভায় পেশ করা হয়নি। সেই বিলটি ফের একবার সংসদে আসতে চলেছে বলেই সংবাদ সূত্রে খবর।