হজমের সমস্যা,বিশেষত অম্বল, গলা বুক জ্বালার ওষুধ হিসাবে ডাইজিন জেল ভারতে খুবই পরিচিত ও প্রচলিত ওষুধ। ড্রাগ কন্ট্রোলার অফ ইন্ডিয়া সেই ওষুধ নিয়ে সতর্ক করার পর নিজেরাই বাজার থেকে কয়েকটি ব্যাচের ডাইজিন জেল তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক সংস্থা অ্যাবট্।
ডাইজিনের স্বাদ নিয়ে সম্প্রতি বেশ কিছু উপভোক্তা অভিযোগ করেছিলেন। তাদের এই ওষুধের স্বাদ হঠাৎ করে তেতো লেগেছিল। সেই সঙ্গে ওষুধের মধ্যে অদ্ভূত গন্ধও পাওয়া গেছে বলে অভিযোগ। তার পরই গত ৩১ অগাস্ট ড্রাগ কন্ট্রোলার চিঠি দিয়ে জানায়, প্রস্তুতকারক সংস্থার গোয়া ইউনিটে তৈরি ডাইজিন জেল আপাতত এড়িয়ে যাওয়াই ভাল।
শুধু তাই নয়, গোয়ার উৎপাদন কেন্দ্রে তৈরি ডাইজিন জেলের সব ব্যাচের ওষুধ বাজার থেকে তুলে নেওয়ার জন্য পাইকারি ব্রিক্রেতাদেরও নির্দেশ দিয়েছে ড্রাগ কন্ট্রোলার। ওষুধে এক্সপায়ারি ডেট পেরিয়ে না গেলেও গোয়ার ইউনিটে তৈরি সমস্ত ব্যাচের ডাইজিন জেল তুলে নিতে বলা হয়েছে।
এরই পাশাপাশি ডাক্তারদেরও ড্রাগ কন্ট্রোলার জানিয়েছে যে এই ওষুধ প্রেসক্রাইব করার ব্যাপারে সতর্ক থাকতে হবে। এটি খেয়ে কারও শরীরে বিরূপ প্রতিক্রিয়া হলে সে ব্যাপারে রিপোর্ট করতে হবে।
ড্রাগ কন্ট্রোলার-এর চিঠিতে বলা হয়েছে, ডাইজিন জেলের স্বাদ ও গন্ধ নিয়ে গত ৯ অগাস্ট অভিযোগ পাওয়া গিয়েছে। অভিযোগ হল, ডাইজেন জেল মিন্ট ফ্লেভারের একটি বোতল ও একই ব্যাচের আরেকটি বোতলের ডাইজিনের স্বাদ ও গন্ধের মধ্যে ফারাক ছিল।
তবে ড্রাগ কন্ট্রোলার জানিয়েছে, প্রস্তুতকারক সংস্থা স্বেচ্ছায় ওই ব্যাচের সব ওষুধ তুলে নেওয়া কথা জানিয়েছে। যা ইতিবাচক বলেই মনে করা হচ্ছে। তবে এর পরেও এই ওষুধ কোথাও মজুত বা বিক্রি হচ্ছে কিনা সে ব্যাপারে নজর রাখছে ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা।