মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর তাঁর জানাজাকে কেন্দ্র করে মঙ্গলবার (১৫ অগাস্ট) ভোরে ঢাকার শাহবাগে ভাঙচুরের ঘটনায় জামায়াতে ইসলামী ও এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের ৫ হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) জব্বার বাদী হয়ে মামলাটি করেন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ জানান, মামলায় চারজনের নাম উল্লেখ করা হয়েছে। তবে তিনি তাদের নাম প্রকাশ করেননি।
নূর মোহাম্মদ বলেন, মামলায় সরকারি কাজে বাধা দেওয়া, হামলা ও গাড়িতে আগুন দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে শাহবাগে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) সামনে মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর লাশ বহনকারী অ্যাম্বুলেন্সকে ঘিরে জামায়াত-শিবিরের কর্মীরা বিক্ষোভ করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়।
এ সময় তারা সাঈদীর জানাজা ঢাকায় করার দাবি জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।
এর আগে সোমবার (১৪ অগাস্ট) রাত ৮টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন দেলাওয়ার হোসাইন সাঈদী।