অ্যাকসেসিবিলিটি লিংক

অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় ইইউ: বৈঠকের পর ওবায়দুল কাদের


বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায়, যা আওয়ামী লীগেরও অঙ্গীকার।” শনিবার (১৫ জুলাই) দুপুরে রাজধানীর বনানীতে এক হোটেলে ঢাকা সফররত ইইউ প্রতিনিধি দলের সঙ্গে আওয়ামী লীগ প্রতিনিধি দলের বৈঠক শেষে এ কথা বলেন তিনি। জানান, “সংসদ বিলুপ্ত বা প্রধানমন্ত্রীর পদত্যাগ বিষয়ে কথা হয়নি।”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “ইইউ প্রতিনিধি দল বাংলাদেশের সংবিধান, সার্বভৌম ব্যবস্হার আইনের বিধিবিধানের ওপর ভিত্তি করে এখানে নির্বাচন দেখতে চায়। আলাপকালে তারা নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে আশ্বস্ত হয়েছেন।”

তিনি আরো বলেন, বৈঠকে কোনো সংলাপ, তত্ত্বাবধঅয়ক সরকার, সংসদ বিলুপ্ত, প্রধানমন্ত্রীর পদত্যাগ বিষয়ে কথা হয়নি। তারা যে মিশন নিয়ে এসেছেন, সেসব বিষয়ে কথা হয়েছে। আমরা আগ বাড়িয়ে কিছু বলিনি।”

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, “নির্বাচন নিয়ে বাংলাদেশ সংবিধানের যে বিধিবিধান রয়েছে, এর কোনো ব্যত্যয় আমরা মানি না। পৃথিবীর অন্যান্য দেশের মতো নির্বাচনকালীন সরকার যেভাবে থাকে বাংলাদেশেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্বচানকালীন সরকার গঠিত হবে। সংসদ বিলুপ্ত, সরকারের পদত্যাগ, প্রধানমন্ত্রীর পদত্যাগের প্রশ্নই আসে না।”

ওবায়দুল কাদেরে নেতৃত্বে, আ্ওয়ামী লীগের ৯ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে যোগ দেয়। প্রতিনিধি দলে ছিলেন; উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জমির উদ্দীন, সভাপতিমণ্ডলীর সদস্য লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আর্ন্তজাতিক সম্পর্ক বিষয়ক দপ্তর শাম্মী আহমেদ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ এ আরাফাত ও তারানা হালিম।

ইইউ-এর প্রতিনিধি দলের প্রধান সেলোরি রিকার্ডোর নেতৃত্বে ৪ জন প্রাক প্রতিনিধি দলের সদস্য এ বৈঠকে অংশ নেন।

XS
SM
MD
LG