অ্যাকসেসিবিলিটি লিংক

রোহিঙ্গা শরণার্থীদের সাহায্য করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে পাওয়া অঙ্গীকার 'অত্যন্ত অপর্যাপ্ত', বলছে জাতিসংঘ


রোহিঙ্গা শরণার্থীরা উখিয়ার কুতুপালং ক্যাম্পে খাবারের জন্য অপেক্ষা করছে। ১০ আগস্ট ২০২২।
রোহিঙ্গা শরণার্থীরা উখিয়ার কুতুপালং ক্যাম্পে খাবারের জন্য অপেক্ষা করছে। ১০ আগস্ট ২০২২।

জাতিসংঘের এক কর্মকর্তা সোমবার বলেছেন, শুধু বাংলাদেশের ওপর ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীর বোঝা চাপিয়ে দেয়া উচিত নয়, যখন জাতিসংঘের সংস্থাগুলো তাদের খাদ্য সংস্থান করতে চ্যালেঞ্জের সম্মুখীন।

জাতিসংঘের চরম দারিদ্র্য ও মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিবেদক অলিভিয়ার ডি শ্যুটার বাংলাদেশে ১২ দিনের সফর শেষে এই বিবৃতি দেন। সফরকালে তিনি মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা শরণার্থীদের ক্যাম্প পরিদর্শন করেন।

তিনি বলেন শরণার্থীদের সাহায্য করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে পাওয়া প্রতিক্রিয়া 'অত্যন্ত অপর্যাপ্ত'।

এক বছরে তাদের সাহায্যের জন্য ৮৭৬ মিলিয়ন ডলার প্রয়োজন কিন্তু এর মাত্র ১৭ শতাংশ এ নাগাদ অঙ্গীকার করা হয়েছে।

ঢাকায় এক সংবাদ সন্মেলনে তিনি বলেন এটা 'লজ্জাজনক'। তিনি বলেন, জন প্রতি শরণার্থীকে বিশ্ব খাদ্য কর্মসূচী মাসে যে খাবারের ভাউচার দেয়, তা মে মাসে ১২ ডলার থেকে ১০ ডলারে নেমে এসেছে। জুনের ১ তারিখে এটি ৮ ডলারে নেমে যাবে।

বাংলাদেশ বর্তমানে পরীক্ষামূলকভাবে মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে চীনের সাথে কাজ করছে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি কোনো শরণার্থীকে মিয়ানমারে যেতে জোর করবেন না।

XS
SM
MD
LG