প্রতিবছরের মতো এবারও রমজানে দু:স্থ রোজদারদের ইফতার বিতরণ করা হচ্ছে ঢাকার ধর্মরাজিক বৌদ্ধবিহারে। কমিউনিটি থেকে পাওয়া অনুদানের সাথে নিজস্ব তহবিল থেকে খানিকটা দিয়ে এ আয়োজন করা হয় রোজার মাসের প্রতিটি দিন।
এবছর প্রতিদিন ১৭০ জনকে ইফতার দেওয়া হচ্ছে - যাতে দৈনিক প্রায় দশ হাজার টাকার প্রয়োজন পড়ে, ভয়েস অফ আমেরিকাকে জানান মহাবিহারের নির্বাহী ও বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সহ-সভাপতি ভদন্ত স্বরূপানন্দ ভিক্ষু (৫৪)। ইফতার ছাড়াও বিভিন্ন জনসেবামূলক কাজের সাথে জড়িত তারা। ১৯৭২ সাল থেকে এলাকাবাসীকে বিনামূল্যে সুপেয় পানি দিয়ে আসছেন। তিনি বলেন "এটাকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে না দেখে মানবিকভাবে দেখাটাই ভালো।"