অ্যাকসেসিবিলিটি লিংক

মুজিবনগর দিবসঃ "বাংলাদেশের সরকারকে গার্ড অফ অনার দিয়েছিলাম"


মাহবুব উদ্দিন আহমদ (৭৭) ছিলেন ঝিনাইদহর মহকুমা পুলিশ প্রশাসক। একাত্তরের ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলায় মুজিবনগর সরকারের শপথ গ্রহণের দিন তিনি সদ্য স্বাধীন বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে গার্ড অফ অনার দেন পুলিশ ও আনসার বাহিনীকে সাথে নিয়ে। মুক্তিযুদ্ধের শুরুর দিকে কুষ্টিয়ার রণক্ষেত্রে বীরত্ব প্রদর্শনের পর তিনি আট নম্বর সেক্টরের একজন সাব সেক্টর কমান্ডার নিযুক্ত হন। ভোমরার যুদ্ধসহ চারটি গুরুত্বপূর্ণ সমরে সরাসরি অংশ নেন আহমদ। তার কৌশলী নেতৃত্বে রণক্ষেত্রে মুক্তিযোদ্ধারা একের পর এক বিজয় ছিনিয়ে নেয়। যুদ্ধ চলাকালীন সময়ে তাকে প্রথমে ক্যাপ্টেন ও পরবর্তীতে মেজরের পদ দেয়া হয়। ২০ সেপ্টেম্বর সাতক্ষীরার যুদ্ধে আহত হন তিনি। মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ বাহাত্তর সালে তাকে বীর বিক্রম খেতাব দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

মুক্তিযুদ্ধের নয়টি মাস কিভাবে কেটেছে, মুজিবনগরের গার্ড অফ অনার দেয়ার সময়কালীন তার অনুভূতি কেমন ছিল, এসব বিষয় নিয়ে সম্প্রতি আমরা কথা বলেছি আহমদের সাথে। যুদ্ধের রোডম্যাপ, কাঁধে গুলি লাগা, পানি-ডোবায় সাঁতরে শত্রুপক্ষের হাত থেকে বেঁচে ফেরা সহ নানান অভিজ্ঞতার কথা বলেছেন তিনি। নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছেন তারা, এবার দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ভার নতুন প্রজন্মের উপর, বলেন আহমদ।

ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে সাক্ষাৎকারটি নিয়েছেন সাকিব প্রত্যয়।

XS
SM
MD
LG