অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতীয় সংসদ থেকে বহিষ্কৃত হলেন গান্ধী


ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতা রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করায় মুম্বাইয়ে যুব কংগ্রেস পার্টির সমর্থকরা মৌন প্রতিবাদে করে।
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতা রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করায় মুম্বাইয়ে যুব কংগ্রেস পার্টির সমর্থকরা মৌন প্রতিবাদে করে।

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস পার্টির নেতা রাহুল গান্ধীকে শুক্রবার সংসদের আসন থেকে বহিষ্কার করা হয়েছে।

ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদবির মিল নিয়ে কটাক্ষ করে বলেছিলেন বেশ কয়েকজন চোরের পদবি মোদী হয় কী করে? এই প্রশ্ন তুলে ২০১৯ সালের মানহানির মামলায় তাকে দুই বছরের কারাদণ্ডের আদেশ দেওয়ার একদিন পরে তাকে নিম্নকক্ষের সংসদেরআসন থেকে বহিষ্কার করা হয়।

গান্ধীর আইনজীবীরা এই মামলার বিরুদ্ধে আপিল করার জন্য প্রস্তুত তবেএই রাজনীতিবিদকে আটক করা হয়নি।

কংগ্রেস পার্টির কর্মকর্তারা বলছেন, এই রায় রাজনৈতিক ভাবেউদ্দেশ্যপ্রণোদিত।

পশ্চিমবঙ্গের কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য রয়টার্সকে বলেন, “রাহুল গান্ধীর এগিয়ে যাওয়া নিয়ে বিজেপি ভীত। তিনি মোদী সরকারের জন্য সরাসরি হুমকিস্বরূপ।”

৫২ বছর বয়সী এই রাজনীতিবিদ ভারতের সবচেয়ে বিখ্যাত রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেন। রাহুল গান্ধী ভারতের স্বাধীনতার জন্মলগ্নের নেতা জওহরলাল নেহরু থেকে শুরু করে প্রাক্তন প্রধানমন্ত্রীর পুত্র, নাতি এবং প্রপৌত্র।

XS
SM
MD
LG